TRENDING:

Purba Bardhaman News: ডাম্পারের ধাক্কা মোটর সাইকেলে! মৃত এক

Last Updated:

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহীর । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরের থানা মোড় সংলগ্ন এলাকায়। বেপরোয়া ডাম্পারের ধাক্কা মোটর সাইকেলে। বাইক আরোহী ছিটকে পড়েন রাস্তায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহীর । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরের থানা মোড় সংলগ্ন এলাকায়। বেপরোয়া ডাম্পারের ধাক্কা মোটর সাইকেলে। বাইক আরোহী ছিটকে পড়েন রাস্তায়। তারপরেই ডাম্পারের চাকায় পিষ্ঠ হয়ে মর্মান্তিক পরিনতি বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। চালক খালাসি পলাতক বলে খবর। মৃত বাইক আরোহীর নাম উজ্জ্বল কোটাল , বয়স ২৩। বাড়ি হুগলীর খানাকুলের রঘুনাথপুর এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া।
advertisement

জানা গিয়েছে, সুজিপুর থেকে জামালপুর হয়ে খানাকুল ফিরছিলেন উজ্জ্বল কোটাল বাইকে। সে সময় জামালপুর নেতাজী মাঠ এলাকায় থানা মোড় সংলগ্ন রাস্তায় বেপরোয়া ডাম্পার পিছন থেকে বাইকে ধাক্কা মারলে বিপত্তি ঘটে । মেমারী তারকেশ্বর রাস্তায় ব্যহত হয় যান চলাচল। জামালপুর থানার পুলিশ দ্রুত হাজির হয় ঘটনাস্থলে। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। চালক খালাসির খোঁজ চালাচ্ছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ভোলা মালিক বলেন দু জনে এক সঙ্গেই মামা বাড়ি থেকে আসছিল।

advertisement

আরও পড়ুনঃ ঝোপ জঙ্গলে ভরেছে খেলার মাঠ! সন্ধ্যে হলেই বাড়ে দুষ্কৃতীদের আনাগোনা

সজীবপুর থেকে জেলে পাড়ার দিকে যাচ্ছিল তাঁরা। বাড়ির দিকে যাওয়ার পথেই হঠাৎ দ্রুত গতিতে আসা ডাম্পার উজ্জ্বলের বাইকে ধাক্কা মারে। তাতেই রাস্তায় ছিটকে পড়ে উজ্জ্বল। তারপরই ডাম্পারের চাকায় পিষ্ঠ হয়ে মর্মান্তিক পরিনতি হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, লরি, ডাম্পার এই সমস্ত গাড়ি বেপরোয়া ভাবেই রাস্তায় চলে, এমনকি বাইক গুলিও দ্রুত গতিতে যায়। এই প্রথম বার নয় এর আগেও বহু বার এই রকম দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের এ বিষয়ে অবশ্যই নজর দেওয়া উচিৎ। ট্রাফিক পুলিশ বাড়ানো উচিৎ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ডাম্পারের ধাক্কা মোটর সাইকেলে! মৃত এক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল