Purba Bardhaman News: ঝোপ জঙ্গলে ভরেছে খেলার মাঠ! সন্ধ্যে হলেই বাড়ে দুষ্কৃতীদের আনাগোনা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নং ব্লকের ফাগুপুর ঝিঙ্গুটিতে এক দশকের অধিক সময় আগে রাজ্য সরকারের আমলে ভিত্তিপ্রস্তর স্থাপন হয় স্টেডিয়াম সহ নানা সুবিধা যুক্ত স্পোর্টস কমপ্লেক্সের।
#পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নং ব্লকের ফাগুপুর ঝিঙ্গুটিতে এক দশকের অধিক সময় আগে রাজ্য সরকারের আমলে ভিত্তিপ্রস্তর স্থাপন হয় স্টেডিয়াম সহ নানা সুবিধা যুক্ত স্পোর্টস কমপ্লেক্সের। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সহায়তায় খেলার মানোন্নয়নে গড়ে ওঠার কথা ছিল আধুনিক প্রযুক্তি সম্বলিত স্টেডিয়ামে। কিন্তু বর্তমানে ঝোপ ঝাড়ে ঢেকেছে পুরো এলাকা।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার একটি অফিস ঘর ছাড়া বাকি এলাকা পতিত জমির রূপ নিয়েছে। বাড়ছে জঙ্গল উত্তরোত্তর। তার সঙ্গে ক্রমেই বেড়ে চলেছে দুস্কৃতীদের আখড়া। গোটা এলাকায় কোনও আলো না থাকায় সন্ধ্যাকালীন নেশাখোরদের আড্ডা স্থলে পরিণত হচ্ছে একসময়ের এই প্রস্তাবিত খেলার জায়গা! ভোটের সময় নানা রাজনৈতিক দলের সভা স্থলের রূপ নেয় এই জায়গা । কিন্তু খেলার জন্য পরিস্কার হয় না এই মাঠ। শরৎকালে কাশ আর বাকি সময় সাবুইঘাসে মুখ ঢাকে মাঠ।
advertisement
আরও পড়ুনঃ ডাম্পারের ধাক্কা মোটর সাইকেলে! মৃত এক
প্রবেশ দ্বারগুলিও ভগ্নপ্রায়। বেশ কয়েক একর এই জায়গা যদি সঠিক কাজে লাগানো যায় যথা খেলাধুলার মাঠ রূপে ফিরে আসে তাহলে স্থানীয় ছেলেমেয়েরা অনুশীলনের সুযোগ পায় এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। প্রস্তাবিত স্টেডিয়ামটি হলে জেলার নানা প্রান্তের খেলোয়াড়দের সুবিধা হয়। এছাড়াও এখানে রাজ্য এবং জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজন হতে পারে। প্রবেশ ও প্রস্থান দ্বার গুলির যথাযথ রক্ষণাবেক্ষণ , বিধায়ক তহবিল থেকে আলোর ব্যবস্থা সহ মাঠের জঙ্গল পরিস্কারের ব্যবস্থা হোক অবিলম্বে বলছেন সকলেই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্বল্প ব্যয় অত্যাধুনিক ব্যবস্থাপনায় ক্যান্সার রোগের চিকিৎসা হবে রেনেসাঁর হাসপাতালে
কিন্তু আদৌ কি হবে, তা বলবে সময়। স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে এই জায়গা ঝোপ জঙ্গলে ভরে আছে। প্রশাসনের নজর নেই। সন্ধ্যে হলেই মদ্যপদের আড্ডা বাড়ে। এই মাঠ যদি সংস্কার হয় পরিস্কার রাখা হয় তাহলে ছোটোরা খেলার সুযোগ পাবে। ফলে প্রশাসন নজর দিক এটাই আশা করছেন তাঁরা।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
October 28, 2022 5:57 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ঝোপ জঙ্গলে ভরেছে খেলার মাঠ! সন্ধ্যে হলেই বাড়ে দুষ্কৃতীদের আনাগোনা