এরপরই তাকে আটক করে পুলিশ। জেরায় সে স্বীকার করে নিয়েছে সে এত বোমা মজুত করেছিল। তাকে পুলিশ গ্রেফতার করেছে। এই চক্রে আর কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ। আউসগ্রাম থানা থেকে মিনিট তিনেকের দূরত্বেই উদ্ধার হল এই বোমা। যা যথেষ্টই উদ্বেগজনক। স্থানীয় বাসিন্দা রাজু হাজরা বলেন, হঠাৎ শুনছি বম্ব উদ্ধার হয়েছে। শুনেই তো বুকটা ধড়াস করে উঠল। তারপর ঘটনাস্থলে এসে দেখি পুলিশ এসেছে।
advertisement
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে হস্তশিল্পীরা এসেছেন সোনাঝুরি হাটে
উদ্ধার করা বোমা ফাটানো হয়েছে। যথেষ্টই আতঙ্কের মধ্যে আছি। ছোট ছোট বাচ্চারা ওইদিকে যায়, ভাগ্যিস কোন বিপদ ঘটেনি। যদি বড়সড় কোনও দুর্ঘটনা ঘটত তাহলে কে এর দায় নিত। স্থানীয় আরেক বাসিন্দা প্রতীমা বাগচী বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। সারাদিন কাজ করে রাত্রে বেলায় একটু শান্তিতে ঘুমাই। হঠাৎ সকালে উঠে শুনছি বোমা উদ্ধার হয়েছে। সেই বোমা ফাটাতে এসেছে পুলিশ আধিকারিকরা। এসব দেখে ভয়ে গা সিটিয়ে রয়েছে।
Malobika Biswas