নতুন বছর মানেই নতুন পরিকল্পনা। তাই অনেকেই নতুন বছরে নিউ ইয়ার রেজুলেশন নিয়ে থাকেন , এবং সেই টার্গেট পূরণের চেষ্টা করেন গোটা বছর ধরে। ২০২৩ সালের সাইক্লিং ক্লাবের নিউ ইয়ার রেজুলেশন হল পরিবেশ রক্ষা করা। তাই বর্ষ বরণের দিন থেকেই তাঁরা নেমেছেন প্রচার অভিযানে। জায়গায় জায়গায় সাইক্লিংয়ের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করার বার্তা প্রদান করা হচ্ছে। প্রায় সারা বছরই অভিনব পন্থা অবলম্বন করে এই সাইক্লিং ক্লাব পরিবেশ দূষণ রোধ করার বার্তা প্রদান করে থাকে। এই বছর নিউইয়ার রেজুলেশন হিসাবেই তারা পরিবেশ রক্ষা করার দায়িত্ব নিয়েছেন।
advertisement
আরও পড়ুন: পশ্চিম বর্ধমানে নির্বিঘ্নেই মিটল প্রথম দিনের টিকাকরণ অভিযান
প্রসঙ্গত, পরিবেশ দূষণ রোধ করতে বর্ষবরণের দিন সাইক্লিং ক্লাব অভিনব সাইকেল র্যালির আয়োজন করেছিল। প্রায় শতাধিক সাইকেল আরোহীকে ওই দিন দেখা গিয়েছিল সাইকেল চালিয়ে সচেতনতার বার্তা প্রদান করতে । একটি প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছিল ওই দিন। প্রতিযোগিতার মাপকাঠির নিরিখে তাদের মধ্য থেকে তিন জন প্রতিযোগিকে পুরস্কৃতও করা হয়, যাতে মানুষের মধ্যে পরিবেশ বাঁচানোর তাগিদ আরও বেশি করে জাগানো যেতে পারে। এক প্রকার নয়া উদ্যম নিয়েই সাইক্লিং ক্লাব সচেতনতার বার্তা প্রদান করা শুরু করেছে ।
সাইক্লিং ক্লাবের সদস্য সন্দীপন সরকার বলেন, "সারা বছরই সাইক্লিং ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ধরণের উদ্যোগ নেওয়া হয়ে থাকে। সেই মতই এদিন পরিবেশ সচেতনতার বার্তা দিতে সাইক্লিং ক্লাবের সদস্যরা চালালেন সাইকেল।"
মালবিকা বিশ্বাস