TRENDING:

Burdwan News: অবশেষে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি নির্মিত একটি ঘর পেল বর্ধমান জেলা ট্রাফিক বিভাগ

Last Updated:

Burdwan Traffic Control: দীর্ঘ টালবাহানার পর অবশেষে ম্যান্ডেলা পার্কের ভিতর বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির নির্মিত একটি ঘর বর্ধমান জেলা ট্রাফিক বিভাগকে দেওয়া হল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: দীর্ঘদিন ধরে টালবাহানার পর অবশেষে ম্যান্ডেলা পার্কের ভিতর বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি নির্মিত একটি ঘর বর্ধমান জেলা ট্রাফিক বিভাগকে দেওয়া হল। নতুন ঘর পেয়ে খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত ট্রাফিক বিভাগের কর্মীরা । বর্ধমানকে স্বপ্নের বর্ধমান গড়ার লক্ষ্যে পুরাতন ট্রাফিক ঘরটি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে ইতিমধ্যে । এতদিন যে ট্রাফিক ঘর ছিল সেখান থেকে ভালো করে রাস্তা দেখা যেত না। ট্রাফিক কন্ট্রোল করা যাচ্ছিল না৷
advertisement

আরও পড়ুন Death News: নেশামুক্ত হতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির, যা অভিযোগ...

এই নতুন ট্রাফিক ঘরটি পেয়ে ডিএসপি হেডকোয়ার্টার ( ট্রাফিক) অতনু বন্দ্যপাধ্যায় বলেন , এই ঘরটি অনেকদিন আগে থেকেই আমাদেরকে দেওয়ার কথা ছিল কিন্তু কোনও না কোনও কারণে সেটি বিলম্ব হয়। তবে এবার নতুন ঘরটি তৈরি হল । নতুন ঘরটিতে খুবই ভালো লাগছে৷ এই ঘর থেকে ভালোভাবে ট্রাফিক সিগন্যাল মেইনটেন করা যাবে ।

advertisement

আরও পড়ুন ICDS center food quality: শিশুরা সঠিক পুষ্টি পাচ্ছে তো? খাবার চেখে দেখলেন জেলাশাসক সহ আধিকারিকরা

প্রসঙ্গত, বর্ধমানের কার্জন গেট চত্বর শহরের অন্যতম ব্যাস্ত এলাকা । সেখানে সবসময় যানবাহনের যাতায়াত লেগেই থাকে । ফলে এই জায়গাটিতে যাতে যানজটের সৃষ্টি না হয়, তার জন্য সর্বক্ষণ ব্যস্ত থাকেন ট্রাফিক কর্মীরা। কিন্তু এতদিন ট্রাফিক কর্মীদের জন্য যে ঘরটি ছিল , তার অবস্থান গত কারণে সমস্যায় পড়তে হত কর্তব্যরত কর্মীদের । ফলে ওই জায়গায় একটি নতুন ট্রাফিক গার্ড তৈরির দাবি ছিল, যাতে সেখান থেকে ওই এলাকার সমস্ত যান চলাচলের ওপর নজর রাখা যায় । এর ফলে যানজট বা পথদুর্ঘটনা ওই জায়গায় একেবারে কমানো যাবে বলে মনে করা হয়েছে।এই বিষয়টি মাথায় রেখে নবনির্মিত ট্রাফিক গার্ডের ঘরটি তৈরি করা হয়েছে । পুলিশ কর্মীরা বলছেন , নবনির্মিত ভবন থেকে এলাকার সমস্ত রাস্তা গুলোর উপর নজর রাখা যাচ্ছে । সমস্ত যান চলাচলের গতিবিধির ওপর নজর রাখা যাচ্ছে যা কর্তব্যরত ট্রাফিক কর্মীদের অনেকটাই সুবিধা প্রদান করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধান ছেড়ে 'এই' সবজি চাষ করে মালামাল পুরুলিয়ার চাষি! প্রতি বছর কামাচ্ছেন মোটা টাকা!
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Burdwan News: অবশেষে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি নির্মিত একটি ঘর পেল বর্ধমান জেলা ট্রাফিক বিভাগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল