আরও পড়ুন Death News: নেশামুক্ত হতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির, যা অভিযোগ...
এই নতুন ট্রাফিক ঘরটি পেয়ে ডিএসপি হেডকোয়ার্টার ( ট্রাফিক) অতনু বন্দ্যপাধ্যায় বলেন , এই ঘরটি অনেকদিন আগে থেকেই আমাদেরকে দেওয়ার কথা ছিল কিন্তু কোনও না কোনও কারণে সেটি বিলম্ব হয়। তবে এবার নতুন ঘরটি তৈরি হল । নতুন ঘরটিতে খুবই ভালো লাগছে৷ এই ঘর থেকে ভালোভাবে ট্রাফিক সিগন্যাল মেইনটেন করা যাবে ।
advertisement
আরও পড়ুন ICDS center food quality: শিশুরা সঠিক পুষ্টি পাচ্ছে তো? খাবার চেখে দেখলেন জেলাশাসক সহ আধিকারিকরা
প্রসঙ্গত, বর্ধমানের কার্জন গেট চত্বর শহরের অন্যতম ব্যাস্ত এলাকা । সেখানে সবসময় যানবাহনের যাতায়াত লেগেই থাকে । ফলে এই জায়গাটিতে যাতে যানজটের সৃষ্টি না হয়, তার জন্য সর্বক্ষণ ব্যস্ত থাকেন ট্রাফিক কর্মীরা। কিন্তু এতদিন ট্রাফিক কর্মীদের জন্য যে ঘরটি ছিল , তার অবস্থান গত কারণে সমস্যায় পড়তে হত কর্তব্যরত কর্মীদের । ফলে ওই জায়গায় একটি নতুন ট্রাফিক গার্ড তৈরির দাবি ছিল, যাতে সেখান থেকে ওই এলাকার সমস্ত যান চলাচলের ওপর নজর রাখা যায় । এর ফলে যানজট বা পথদুর্ঘটনা ওই জায়গায় একেবারে কমানো যাবে বলে মনে করা হয়েছে।এই বিষয়টি মাথায় রেখে নবনির্মিত ট্রাফিক গার্ডের ঘরটি তৈরি করা হয়েছে । পুলিশ কর্মীরা বলছেন , নবনির্মিত ভবন থেকে এলাকার সমস্ত রাস্তা গুলোর উপর নজর রাখা যাচ্ছে । সমস্ত যান চলাচলের গতিবিধির ওপর নজর রাখা যাচ্ছে যা কর্তব্যরত ট্রাফিক কর্মীদের অনেকটাই সুবিধা প্রদান করবে।
Malobika Biswas





