স্কুলের ঘরে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের কার্টুনের ছবি। এর পাশাপাশি রয়েছে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য খেলা করার ঘর। সব মিলিয়ে এলাকায় ইংরেজি মিডিয়াম স্কুল উদ্বোধন হওয়ায় খুশি হয়েছেন স্থানীয়রা। স্কুলের সম্পাদক বিমেলেন্দু কুন্ডু বলেন, প্রথম ধাপে সপ্তম শ্রেণী পর্যন্ত শুরু হচ্ছে ক্লাস।
আরও পড়ুনঃ 'বিজ্ঞাপণ মুক্ত'-র পর শুরু হল কার্জন গেট চত্বর সৌন্দর্যায়নের কাজ
advertisement
তবে পরে তা বাড়ানো হবে। এছাড়াও কোচিন ক্লাসের ব্যবস্থা রাখা হচ্ছে। স্কুলের সভাপতি অমর চাঁদ কুন্ডু বলেন, এই বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলের শাখা সারা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে এই শাখাটি গ্রামের দিকেই করা হল।
আরও পড়ুনঃ জেলা পুলিশের উদ্যোগে পূর্ব বর্ধমানে শুরু হচ্ছে টেনিস প্রশিক্ষণ
যারা অর্থের অভাবে ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি হতে পারে না তাদের এই স্কুলে পড়ার সুযোগ করে দেওয়া হবে বলে জানান তিনি । ইংরেজি মিডিয়াম স্কুলের মতো এই স্কুল খরচ সাপেক্ষ হবে না বলে জানান তিনি।
Malobika Biswas





