East Bardhaman News|| জেলা পুলিশের উদ্যোগে পূর্ব বর্ধমানে শুরু হচ্ছে টেনিস প্রশিক্ষণ
- Published by:Shubhagata Dey
Last Updated:
Tennis training East Bardhaman: ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, সাঁতার, দাবা প্রশিক্ষণের পর এ বার জেলায় চালু হচ্ছে লন টেনিস প্রশিক্ষণ।
#পূর্ব বর্ধমান: ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, সাঁতার, দাবা প্রশিক্ষণের ব্যবস্থা ছিলই বর্ধমান শহরে। তবে এ বার লন টেনিসের প্রশিক্ষন দেওয়া হবে শহরে। খোদ জেলা পুলিশের উদ্যোগেই এই প্রশিক্ষণ দেওয়া হবে। পূর্ব বর্ধমান পুলিশ কনজিউমার কো-অপারেটিভ স্টোর্স লিমিটেড - এর উদ্যোগে আগামী ১৫ জুন থেকে পুলিশ লাইনে শুরু হবে প্রশিক্ষন। পাঁচ থেকে ১৫বছর বালক ও বালিকাদের জন্য শুরু হচ্ছে, "পূর্ব বর্ধমান পুলিশ টেনিস ক্লাব।" খুব কম খরচে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে পুলিশ টেনিস ক্লাবের উদ্যোগে। এই প্রশিক্ষন নিতে গেলে ভর্তির সময় মাত্র ৫০০ টাকা ও প্রতি মাসে ৩০০ টাকা দিতে হবে শিক্ষানবিশদের।
এই খেলার সঙ্গে যুক্ত বিশিষ্ট খেলোয়াড়, প্রতিষ্ঠান, সংগঠন সকলের সঙ্গে একাধিকবার আলোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশের অধীনে যে জায়গা আছে সেখানেই আপাতত পাঁচ থেকে ১৫ বছরের বালক ও বালিকাদের জন্য লন টেনিস খেলার প্রশিক্ষণ শুরু হবে। প্রাথমিকভাবে কম বয়সীদের জন্য এই জনপ্রিয় খেলার প্রশিক্ষণ শুরু করা হলেও আগামী দিনে যাতে বড়রাও এই খেলার সুযোগ পাবেন বলে জানা গিয়েছে।
advertisement
জেলা পুলিশ সুপার কামনাশিস সেন জানান, 'খেলাধুলা শিশুদের মানসিক চরিত্র গঠনে প্রত্যক্ষভাবে সাহায্য করে। তিনি জেলার দায়িত্ত্ব নিয়ে আসার পর লন টেনিস এই জেলায় কোথায় হয়, সে ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলেন। এক সময় বর্ধমান শহরের টাউন হলের মাঠে এই খেলা দীর্ঘদিন ধরে চলার পর বন্ধ হয়ে যায়। তারপর থেকেই তাঁর ইচ্ছা ছিল যে এই খেলা শহরে আবার শুরু করা। এ ব্যাপারে উদ্যোগও নেন তিনি। সেই মতো বর্ধমান শহরে শুরু হচ্ছে লন টেনিস প্রশিক্ষণ। আগামিদিনের জন্যও বিশেষ কিছু পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি। সে ক্ষেত্রে পূর্ব বর্ধমান পুলিশ টেনিস ক্লাব যাতে রাজ্য ও জাতীয় স্তরের অনুমোদন পায় সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতা গুলোতে এখানকার জেলার ছেলে মেয়েরা অংশগ্রহণের সুযোগ পাবে।
advertisement
advertisement
Malobika Biswas
view commentsLocation :
First Published :
June 06, 2022 2:24 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News|| জেলা পুলিশের উদ্যোগে পূর্ব বর্ধমানে শুরু হচ্ছে টেনিস প্রশিক্ষণ

