বিপ্লবীদের নিয়ে ওই এলাকার বিভিন্ন জায়গায় বৈঠকও করেছিলেন। কাটোয়া থেকে যাওয়ার সময় তিনি বলে গিয়েছিলেন ' অবসরে সুযোগ পাইলে এই জায়গায় এসে অবস্থান করিব ’। সে কথা আজও ভোলেনি কাটোয়াবাসী। কাটোয়ার এই নেতাজি সুভাষ আশ্রমে বর্তমানে চলছে পঠন-পাঠন।
আরও পড়ুনঃ জৌলুস হারিয়েছে রাজবাড়ির ঝুলন! বন্ধ যাত্রাপালা
advertisement
১৯৩৯ সালে স্থাপিত হয় কাঠগোলা প্রাথমিক বিদ্যালয়। কচিকাচারা আসে পড়াশোনা করতে। তবে অভাব রয়েছে সংস্কারের। আগাছায় ভরে গিয়েছে এই নেতাজি স্মৃতিধন্য আশ্রম। মাঝের মধ্যে সাপেরও দেখা মেলে, ভেঙেছে নেতাজির মূর্তির মুখের কিছুটা অংশ। অস্পষ্ট হচ্ছে ফলকের লেখা। ফলে এই স্থান সংস্কারের দাবি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ সহ ফরওয়ার্ড ব্লক ও ট্রাস্টি বোর্ডের সদস্যারা।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
August 10, 2022 8:40 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: জানেন কি! বর্ধমানের এই জায়গাটি খুব পছন্দের ছিল নেতাজির!