আরও পড়ুন: আপাতত বন্যা নয়, তবে ফের দামোদরের জল বাড়লে আশঙ্কা থাকছে
পুজোর আগে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট সংলগ্ন বিসি রোডের পর এবার মাথায় হাত পড়ল তাঁতহাটের ব্যবসায়ীদের। এই হাট হঠাৎ কেন বন্ধ করা হল এই প্রশ্নে, পুরপ্রধান পরেশচন্দ্র সরকার বলেন, এটা তাঁতের হাট। কিন্তু অকল্পনীয় দমবন্ধ অবস্থার মধ্যে শত শত মানুষকে ঢুকিয়ে দিয়ে ব্যবসা চলছিল। যেকোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই কারণে আমরা এসে সতর্ক করে গেলাম এইভাবে হাট চালানো যাবে না। তার উপর ওনাদের ট্রেড লাইসেন্স নেই, পুরসভার ট্যাক্সও দিচ্ছেন না । ৩১ লাখ টাকা এখনও বাকি আছে। সোমবার মিটিংয়ের পর ঠিক হবে যে হাট চলবে না, চলবে না।
advertisement
অন্যদিকে তাঁত হাটের মালিক নেপাল কংসবণিকের প্রশ্ন, ট্রেড লাইসেন্স না থাকলে আমার হাট চলত? পুরসভা আমার লাইসেন্স রিনিউ করেনি। ট্যাক্স দশ গুণ করে দিয়েছে, বলছে আগে সম্পূর্ণ ট্যাক্স না দিলে লাইসেন্স রিনিউ হবে না। আমি একশো বার গিয়েছি, আমার লাইসেন্স রিনিউ করেনি। পুরসভা জোরপূর্বক এবং ইচ্ছাকৃতভাবে এমন পদক্ষেপ করছে বলে ওই ব্যবসায়ী অভিযোগ করেন।
তাঁত হাটের ব্যবসায়ীরা বলছেন, যদি পুজোর আগে হাট বন্ধ হয় তবে খুব ক্ষতি হবে। এমনিতেই তাঁতিদের অবস্থা খুব খারাপ। এর পর যদি এই হাট বন্ধ হয়ে গেলে না খেতে পেয়ে মরতে হবে।
বনোয়ারীলাল চৌধুরী






