এই অবস্থায় তিনি রিক্সায় চড়ে যাচ্ছিলেন অনুষ্ঠান প্রাঙ্গণে, কিন্তূ মাঝপথে ঘটলো অবাক করা ঘটনা, রিক্সা চালককে বসিয়ে নিজেই বেশ খানিকটা পথ রিক্সা চালিয়ে অতিক্রম করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এই প্রসঙ্গে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন - , ‘‘বর্ধমানের রিক্সার একটা আভিজাত্য আছে। আলাদা এক গতি আছে। রিস্কা টেনে খুব ভালো লাগল।’’
advertisement
আরও পড়ুন - Famous Sweet: কলকাতার রসগোল্লা, শক্তিগড়ের ল্যাংচা ফেল! কামাল করছে লালুর ম্যাচা সন্দেশ
আরও পড়ুন - IMD Weather Alert : হু হু করে ঝোড়ো বাতাস, নাছোড় শিলাবৃষ্টি, আবহাওয়ার রুদ্ররূপ জারি, রইল আপডেট
বয়স প্রায় ৭২ বছর, কিন্তু এই বয়সেও বর্ধমান শহরের একটি খেলার অনুষ্ঠানে যোগ দিতে গেলেন রাস্তায় রিক্সা চালিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ। আরও জানা যায় এদিন বর্ধমানের মোহনবাগান মাঠে খেলা দেখতে এসেছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। রিক্সাতে যাত্রী হিসেবে বসেছিলেন বর্ধমান শহরের ১৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাবুদ্দিন খান।রিক্সা চালিয়ে বেজায় খুশি মন্ত্রী স্বপন দেবনাথ।