Famous Sweet: কলকাতার রসগোল্লা, শক্তিগড়ের ল্যাংচা ফেল! কামাল করছে লালুর ম্যাচা সন্দেশ

Last Updated:

Famous Sweet: ছানার মিষ্টি শুধু সুস্বাদু হয়, মিথ ভাঙল বাঁকুড়ার বেলিয়াতোড়ের লালুর ম্যাচা সন্দেশ

+
বাঁকুড়ার

বাঁকুড়ার বেলিয়াতোড় এর ম্যাচাস সন্দেশ প্রসিদ্ধ। ছানা নয় এটা তৈরি হয় বেসনে

বাঁকুড়া: মিষ্টি মানেই ছানা আর ছানা ছাড়া সুস্বাদু মিষ্টি নাকি সম্ভবই নয়। এই মিথটা ভেঙে চুরমার করে দিয়েছে বাঁকুড়ার বেলিয়াতোড় এর মেচা সন্দেশ। ছানা দিয়ে নয় । এই মিষ্টি তৈরী হয় বেসন দিয়ে। সামান্য বেসন দিয়েই বাজিমাত বাঁকুড়ার মেচার।
এই মেচার সামনে ফিকে কলকাতার রসগোল্লা থেকে শুরু করে শক্তিগরের ল্যাংচা। বাঁকুড়ার বেলিয়াতোরের লালুর দোকানের মেচা প্রিয় সকলের। বাঁকুড়া দুর্গাপুর রোডের ওপর এই দোকানে নিত্য যাতায়াত বহু মানুষের। প্যাকেট প্যাকেট মেচা হাপিস হয়ে যায় নিমেষেই। শুধু মাত্র সাধারণ চিনির মোড়কে মোড়া মেচা সন্দেশ নয়, রয়েছে লাইট সুগার মেচাও।
advertisement
advertisement
প্রথমে বেসনের গাঠিয়া বানিয়ে সেটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে তারপর ছানা এবং চাচি মিশিয়ে তৈরি করা হয় লালুর এই স্পেশাল মেচা সন্দেশ। কম সুগারের মেচাতে চাচির পরিমাণ বেশি থাকে তুলনামুলক ভাবে। এই দুই মেচা সন্দেশ নিয়েই চলছে কারবার। অসম্ভব খ্যাতি লাভ করেছে লালুর মেচা। সাধারণ মেচা তো আছেই তবে অনেকেরই প্রিয় কম চিনির সুস্বাদু মেচা। স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই কম চিনির মেচাকে বেশি প্রাধান্য দিচ্ছেন।
advertisement
বাঁকুড়া জেলার নামের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে মেচা সন্দেশের নাম। বাঁকুড়া জেলার বেলিয়াতোড় এর মেচা সন্দেশ পেয়েছে বিশেষ প্রসিদ্ধি। আজও এক নিশ্বাসে বাঁকুড়া বললেই চলে আসে মেচা সন্দেশের নাম। তাই এখনও যদি কোনোও এক অজ্ঞাত কারণে এই বিশেষ মিষ্টির স্বাদ না পেয়ে থাকেন, তাহলে আর দেরি না করে রওনা দিন বাঁকুড়ার বেলিয়াতোড় এর উদ্দেশ্যে। হয়ত একবার খাবার পর আপনিও ঝোলা ভর্তি করে মেচা নিয়ে যাবেন পরিবারের জন্যে।
advertisement
Nilanjan Banerjee
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Famous Sweet: কলকাতার রসগোল্লা, শক্তিগড়ের ল্যাংচা ফেল! কামাল করছে লালুর ম্যাচা সন্দেশ
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement