স্বাভাবিক ভবেই গান গাইতে রাজি হন সম্প্রতি ভাইরাল মিলন। এরপরই শুরু হল রেকর্ডিং এর কাজ। তবে এই দুটো গানই নয়। এই স্টুডিওতে একাধিক গান রেকর্ডিং করবে মিলন কুমার বলেই জানা গিয়েছে । দীর্ঘদিন ট্রেনে গান গাওয়ার পর হঠাৎ ভাইরাল মিলন কুমার আজ জনপ্রিয় । গান দিয়ে জয় করছেন সকলের মন। ফলে ডাক পাচ্ছেন বিভিন্ন স্টুডিও থেকে ।এদিন স্টুডিওতে বসে মিলন কুমার লোকাল এইট্টিন বাংলায় এক সাক্ষাৎকারে বলেন, 'খুব ভালো লাগছে এই স্টুডিওতে গান গাইতে পেরে। এভাবে যে সকলে আমায় সুযোগ দেবেন স্বপ্নেও ভাবিনি কখনও।
advertisement
এই প্রথম বার এই ধরনের গান গাইছি, একটু ভয় করছে । তবে দাদারা খুব ভালো মানুষ । খুব তাড়াতাড়ি দুটি গান রিলিজ হবে। আসা করছি সকলের ভালো লাগবে । 'অন্যদিকে মিউজিক কম্পোসার ও ডিরেক্টর রানা বোস বলেন, মিলনের গলায় বাংলা গান খুব ভালো লাগে। তাই আমরা দুটি বাংলা গান মিলনের গলায় রেকর্ডিং করছি। দুটি আধুনিক গান। আসা করছি দুর্গাপুজোর আগেই এই দুটি গান সকলেই শুনতে পাবেন।আর তিনি আশাবাদী সকলের এই গান খুব ভালো লাগবে।
Malobika Biswas