TRENDING:

নরম রোদে ডানা ভাসিয়ে পূর্বস্থলীতে হাজির পরিযায়ীরা

Last Updated:

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর কাষ্ঠশালী গ্রাম। এই গ্রামেই রয়েছে অশ্বক্ষুরাকৃতি এক জলাভূমি। জলাভুমির পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। গঙ্গা থেকেই অবশ্য এই জলাভূমির উৎপত্তি। তাই স্থানীয় বাসিন্দারা একে ছাড়ি গঙ্গা বলেই জানে। শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি সুদূর সাইবেরিয়া থেকে এখানে এসে সংসার পাতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্বস্থলী: নরম রোদ, হাল্কা শীত, ঝকঝকে আকাশ। বিছানার নীচ থেকে বেরিয়ে পড়েছে পুরনো কাঁথা। বাথরুমে এসে গেছে গ্লিসারিন সাবান। তাপমাত্রার পারদ তেমন নামতে শুরু না করলেও বাঙালির মনে কিন্তু শীত পড়ে গেছে। আর সেই সঙ্গে বঙ্গের আকাশে এক এক করে এসে হাজির হচ্ছেন শীতের অতিথিরা।
advertisement

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সকালগুলো এখন হাল্কা চাদরের শীতে মোড়া। সেই হিমেল হাওয়ায় ডানা ভাসিয়ে হাজার হাজার মাইল পার হয়ে সুদূর সাইবেরিয়া থেকে পূর্বস্থলীর চুপির চরে এসে পড়েছে পরিযায়ী পাখিরা। এখনই সকলের হাজিরা না মিললেও অতিথির সংখ্যা নেহাতই কম নয়। এবার অতিথিরা যখন এসেই পড়েছেন, তখন তাঁদের টানে পর্যটকেরাও তো ভিড় জমাবেন নাকি! তাই পর্যটকদের আপ্যায়ণে ধীরে ধীরে সেজে উঠছে পূর্বস্থলী। বুকিং শুরু হয়ে গেছে এলাকার অতিথি নিবাসগুলোতেও। সব মিলিয়ে আবার একটা শীতের জন্য প্রস্তুত চুপি চর।

advertisement

আরও পড়ুন : বাংলা থেকে ছুটবে পাঁচ-পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস! বিখ্যাত এই ট্রেন যাবে কোথায় কোথায়? দেখে নিন রুট!

আরও পড়ুন : হুড়হুড়িয়ে তাপমাত্রার পারাপতন! আজ রেকর্ড শীত নভেম্বরের! কী হতে চলেছে আগামী কয়েকদিনের আবহাওয়া

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর কাষ্ঠশালী গ্রাম। এই গ্রামেই রয়েছে অশ্বক্ষুরাকৃতি এক জলাভূমি। জলাভূমির পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। গঙ্গা থেকেই অবশ্য এই জলাভূমির উৎপত্তি। তাই স্থানীয়রা আদর করে ডাকেন ছাড়ি গঙ্গা। শীতকালে এই ছাড়িগঙ্গা জুড়েই সংসার পাতে হাজার হাজার পরিযায়ী পাখি।

advertisement

গত কয়েক বছর ধরেই পরিযায়ী পাখিদের টানে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে চুপি চর। তাই দূর দূরান্ত থেকে আসা এই পাখিদের চোরা শিকারিদের হাত থেকে বাঁচাতে সর্বদা সতর্ক দৃষ্টি রেখে চলেন এলাকার পক্ষীপ্রেমীরা। এবছর কোন পাখি এল, কাদের এখনও আসা বাকি, সে সব খবরই তাঁদের নখদর্পণে।

রেকর্ড বলছে গত কয়েক বছরে চুপি চরে এসে হাজির হয়েছে অসপ্রে, রাডি শেলডাক, স্মল প্র্যাটিনকোল, রিভার ল্যাপ উইং, গ্রে হেরন, পার্পল হেরন, রেড ক্রেস্টেড পোচার্ড। শীত পড়লেই মধ্য ও উত্তর এশিয়া, ইউরোপ, তিব্বত, সাইবেরিয়া থেকে এই পরিযায়ী পাখিরা হাজারে হাজারে এসে পড়ে পূর্বস্থলীতে। আবার এই রাজ্যের উত্তরবঙ্গ থেকেও কয়েক প্রজাতির পাখি চলে আসে তুলনায় উষ্ণ দক্ষিণ বা মধ্য বঙ্গে খাবার এবং প্রজননের প্রয়োজনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

পাখি দেখার সবচেয়ে ভাল সময় ভোর ও বিকালে। একটি নৌকো ভাড়া করে বেরিয়ে পড়লেই হল। নৌকো ভাড়া ঘণ্টায় ১৫০ টাকা। এক সঙ্গে চার জন ওঠা যায় নৌকাতে। বাইনোকুলারে চোখ রেখে নানা রঙের নানা আকারের পাখি দেখতে দেখতে সময় কেটে যাবে নিমেষে।

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
নরম রোদে ডানা ভাসিয়ে পূর্বস্থলীতে হাজির পরিযায়ীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল