Kali Puja: ভোররাতে সম্পন্ন কাটোয়ার ক্ষেপী মায়ের পুজো, মঙ্গলবার সন্ধ্যায় শোভাযাত্রার মাধ্যমে হবে প্রতিমা নিরঞ্জন
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Kali Puja: আজ মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মায়ের সন্ধ্যারতি। এরপর শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিরঞ্জন
advertisement
1/5

মঙ্গলবার ভোররাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হল কাটোয়ার ঐতিহ্যবাহী ক্ষেপী মায়ের পুজো। সোমবার থেকেই দূর দূরান্ত থেকে বহু ভক্তবৃন্দ এসে মায়ের কাছে পুজো দেন। পুজো দেওয়ার জন্য মন্দির চত্বরে ছিল লম্বা লাইন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সকলের মুখে ছিল শুধুই এক আবেগ, মায়ের দর্শন পাওয়ার আকাঙ্ক্ষা।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
মন্দির চত্বরজুড়ে ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছিল সিসিটিভি ক্যামেরায়, পাশাপাশি মোতায়েন ছিল প্রচুর পুলিশ কর্মী। প্রশাসন ও পুজো উদ্যোক্তাদের যৌথ উদ্যোগে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, যাতে ভক্তদের কোনও অসুবিধা না হয়।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
সামনে থেকে একবার ক্ষেপী মাকে দর্শন করার জন্য সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। কেউ ভক্তি ভরে পুজো দিচ্ছেন, কেউ আবার মায়ের সোনায় মোড়া রূপ ক্যামেরাবন্দি করছেন। সোনার ভারে ঝলমল করা প্রতিমা যেন ভক্তদের মুগ্ধতায় ভরিয়ে দিচ্ছিল। তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
প্রতিবারের মতো এবারও কেজি কেজি সোনা ও রুপোর গয়নায় সাজানো হয় মাকে। বহু বছরের পুরোনো এই পুজো কাটোয়া শহরের মানুষের কাছে শুধু একটি উৎসব নয় এটি এক আবেগ, এক আস্থার প্রতীক। ভিনরাজ্য থেকেও বহু ভক্ত আসেন ক্ষেপী মায়ের পূজো দেখতে ও পুজো দিতে। তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
আজ মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মায়ের সন্ধ্যারতি। এরপর শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিরঞ্জন। ভক্তসাধারণকে যথাযথভাবে অংশগ্রহণ ও পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kali Puja: ভোররাতে সম্পন্ন কাটোয়ার ক্ষেপী মায়ের পুজো, মঙ্গলবার সন্ধ্যায় শোভাযাত্রার মাধ্যমে হবে প্রতিমা নিরঞ্জন