হুড়হুড়িয়ে তাপমাত্রার পারাপতন! আজ রেকর্ড শীত নভেম্বরের! কী হতে চলেছে আগামী কয়েকদিনের আবহাওয়া
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Weather Update: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে চলতি সপ্তাহে জমিয়ে শীত পড়বে। এখনও পর্যন্ত মরসুমের শীতলতম দিন আজ কলকাতায়। তাপমাত্রা আরও নামতে পারে। সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ কলকাতায়।
#কলকাতা: আরও নামল পারদ। ডিসেম্বর আসার আগেই শহরে হাড়কাঁপানো শীত। গোটা রাজ্যেই ধপধপিয়ে নামছে পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে চলতি সপ্তাহে জমিয়ে শীত পড়বে। এখনও পর্যন্ত মরসুমের শীতলতম দিন আজ কলকাতায়। তাপমাত্রা আরও নামতে পারে। সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ কলকাতায়।
আবহাওয়া দফতর জানাচ্ছে অবাধ উত্তুরে হাওয়ায় আরও নামবে পারদ। কলকাতায় আজ পরিষ্কার আকাশ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি। উত্তর এবং দক্ষিণবঙ্গে একই রকম আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন। জেলায় জেলায় শীতের স্পেল আরও বাড়বে বৃহস্পতিবারের পর।
advertisement
advertisement
সপ্তাহের শেষে রাজ্য জুড়ে শীতের আমেজ বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এই জেলাগুলিতে শীতের প্রভাব বেশি থাকবে ৷ জেলায় জেলায় শীতের স্পেল হবে আরও একটা বৃহস্পতিবারের পর।কলকাতায় আজ, বুধবার পরিষ্কার আকাশ। দিনভর শীতের আমেজ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে। শুষ্ক আবহাওয়া শহর জুড়ে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের এক ডিগ্রির নীচে। গতকাল, মঙ্গলবার দিনের তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা।
advertisement
কলকাতায় নভেম্বরে ১৬.০৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সচরাচর দেখা যায় না। এর আগের বছর ২০২১ সালে ২৯ নভেম্বর তাপমাত্রা নেমেছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। তারও আগে ২০২০ সালে অবশ্য ১৭ ডিগ্রির অনেকটাই নীচে নেমে আসে কলকাতার তাপমাত্রা। সে বছর ২৪ নভেম্বর তাপমাত্রা ছিল কলকাতা শহরে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এভাবেই ২০১৯-এ ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালে ১৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৭ সালে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল তাপমাত্রা। ২০১৬ সালে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, আবারও ১৭ ডিগ্রি নীচে নামে তাপমাত্রা। তবে তার আগের বছর ২০১৫ সালে ১৭ ডিগ্রির উপরে ছিল তাপমাত্রা, ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 24, 2022 11:32 AM IST










