কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে মা কালীর আরাধানার মেতে ওঠে গোটা বাংলা সহ বিভিন্ন জায়গার মানুষ। প্রাচীন কালে ডাকাতি করার আগে ডাকাতরা মা কালীর পুজো করে ডাকাতির উদ্যেশ্য রওনা দিত। এই কাহিনী কম বেশী সবাই জানেন। তন্ত্র পুরাণে রয়েছে দেবী কালীর একাধিক রূপ। বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে পুজিত হন দেবী। তবে এবার দুর্গা পুজোকে টেক্কা দিয়ে কালী পুজোতেও থিমের চমক বর্ধমানে।
advertisement
আরও পড়ুন : চোখ ধাঁধানো আলপনায় মোড়া মণ্ডপ, ঐতিহ্য আর আধুনিকতার নিখুঁত মেলবন্ধন! দেখতে দর্শকদের হুড়োহুড়ি
আর এই বিভিন্ন থিম পুজোর মাঝেই দর্শকদের আকর্ষণ করতে ৪৭ তম বর্ষে অতুল স্মৃতি সংঘের বিশেষ আকর্ষণ ৫১ ফুটের কালী প্রতিমা। প্রায় ৫ লক্ষ টাকা বাজেটের গড়ে উঠেছে ৫১ ফুটের কালী প্রতিমা ও মন্ডপ। পুজো চলবে প্রায় পাঁচ দিন ধরে। পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। পূর্ব বর্ধমানের নিগন চটি ও বারাসাতের মৃতশিল্পীরা তাদের হাতের নিপুন কাজে গড়ে তুলেছেন এই প্রতিমা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডাকের সাজ নিয়ে আসা হয়েছে কলকাতা থেকে। ক্লাবের সম্পাদক জানান, আমরা সারাবছর অপেক্ষা করে থাকি কালী পুজোয় বর্ধমানবাসীকে ভাল কিছু উপহার দেওয়ার জন্য। প্রতিবছরই আমরা বড় প্রতিমা তৈরি করি। এবার ৫১ ফুটের কালী করেছি। আগামী দিনে ৬১ ফুটের কালী প্রতিমা গড়ার ইচ্ছা আছে। উদ্যোক্তারা জানিয়েছেন এই প্রতিমা তৈরি করতে ডামন্ড হারবার থেকে আনা হয়েছে তিন গাড়ি মাটি। ওজনে কম করে হলেও ১৮ থেকে ২০ কুইন্টাল মাটি ব্যবহার করা হয়েছে প্রতিমায়।