TRENDING:

East Bardhaman News- পরিবেশকে দূষণমুক্ত করতে মেলার মাঠ পরিষ্কার করলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা 

Last Updated:

কৃষ্ণ সায়র উৎসব শেষে মাঠে পড়েছিল প্লাস্টিক, আবর্জনা। নিজেদের উদ্যোগে সেই সব পরিষ্কার করলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: করোনা আবহের মধ্যেও এবছর হল কৃষ্ণ সায়র উৎসব। ভিড় ছিল চোখে পড়ার মতো। কৃষ্ণ সায়রের মাঠে অনুষ্ঠিত মেলা শেষ হয়ে গিয়েছে, তবে মেলার অবশিষ্ট জিনিসপত্র অর্থাৎ প্লাস্টিক আবর্জনা পড়েছিল মাঠে (East Bardhaman News)। পুরসভার তরফ থেকে মাঠ পরিষ্কার করার কথা থাকলেও পরিষ্কার করেনি পুরসভা। তাই সময় নষ্ট না করে বর্ধমানের এক স্বেচ্ছাসেবী সংস্থা ফুডিস ফ্যান ক্লাবের সদস্যরা পরিষ্কার করে ফেললেন মেলার মাঠ। শুধু তাই নয়, পরিষ্কার করার সময়, এক বস্তা কানের দুল, মাটির, কাঠের তৈরি হার বিতরণ করা হল বিরহাটা কোরাপাড়ার বাসিন্দাদের মধ্যে।
advertisement

সারা বছরই এই সংস্থার সদস্যরা সমাজ সচেতনতামূলক বিভিন্ন কাজ করে থাকেন। একইভাবে এদিনও কৃষ্ণ সায়র মেলার মাঠ পরিষ্কার করলেন তাঁরা (East Bardhaman News)। যা দেখে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুরসভার তরফ থেকে কেন পরিষ্কার করা হল না মাঠ এই নিয়ে স্থানীয়দের মধ্যে উঠছে প্রশ্ন।

এই বিষয় সংস্থার সদস্যরা জানান, "কিছু মানুষের জন্য পৃথিবীটা অপরিচ্ছন্ন হচ্ছে। দেশপ্রেম শুধু দেখা যায় খেলার মাঠে, সমস্যা এখান থেকেই শুরু। মেলা হওয়া উচিত কি উচিত নয় এই বিষয়ে কিছু বলার নেই। তবে চারপাশটা পরিষ্কার রাখা আমাদেরই কর্তব্য।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- পরিবেশকে দূষণমুক্ত করতে মেলার মাঠ পরিষ্কার করলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল