সারা বছরই এই সংস্থার সদস্যরা সমাজ সচেতনতামূলক বিভিন্ন কাজ করে থাকেন। একইভাবে এদিনও কৃষ্ণ সায়র মেলার মাঠ পরিষ্কার করলেন তাঁরা (East Bardhaman News)। যা দেখে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুরসভার তরফ থেকে কেন পরিষ্কার করা হল না মাঠ এই নিয়ে স্থানীয়দের মধ্যে উঠছে প্রশ্ন।
এই বিষয় সংস্থার সদস্যরা জানান, "কিছু মানুষের জন্য পৃথিবীটা অপরিচ্ছন্ন হচ্ছে। দেশপ্রেম শুধু দেখা যায় খেলার মাঠে, সমস্যা এখান থেকেই শুরু। মেলা হওয়া উচিত কি উচিত নয় এই বিষয়ে কিছু বলার নেই। তবে চারপাশটা পরিষ্কার রাখা আমাদেরই কর্তব্য।"
advertisement
Malobika Biswas
Location :
First Published :
February 05, 2022 7:32 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- পরিবেশকে দূষণমুক্ত করতে মেলার মাঠ পরিষ্কার করলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা