এই তথ্য পাওয়ার পর পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার এস,আই সামাউর রহমান ও এ,এস,আই কাকন কুণ্ডু ও তাদের দল ব্যাংক সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেন যে তিনি ব্যাংক থেকে বের হওয়ার সময় তার পকেট থেকে মোবাইল ফোন বের করেন। এবং মোবাইল বের করার সময় ওই ব্যাংকের সামনের রাস্তায় টাকার বান্ডিল পড়ে যায়।
advertisement
আরও পড়ুন: পেট খারাপ নিয়ে হাসপাতালে, শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন! রহস্যজনক মৃত্যু গৃহবধুর
কিছুক্ষণ পর একজন মহিলা টোটো থেকে নেমে রাস্তার পাশে পড়ে থাকা বান্ডিলটি সংগ্রহ করেন । সঙ্গে সঙ্গে তারা শিমুলিয়া-২ নং জি.পি স্থানীয় ভিপি চন্দন রায়কে জানান এবং ওই মহিলার কিছু ছবি পাঠান। এবং পরবর্তীতে ওই মহিলাকে শনাক্ত করার পর তারা ওই টাকা উদ্ধার করে। সেইমতো উদ্ধার করা টাকা ফিরিয়ে দিলেন মঙ্গলকোট থানার পুলিশ।মঙ্গলকোট থানার পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে খুশি হারিয়ে যাওয়া টাকার মালিক শুভঙ্কর রায়।