তাই অবিলম্বে এই রাস্তায় সিভিক ভলেন্টিয়ার মোতায়েনের দাবি জানাচ্ছেন স্থানীয় মানুষজন পাশাপাশি ব্যবসায়ীরাও। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়েই নিয়ে যেতে হয় রোগীদের । এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেক সময় প্রাণ হারায় রোগীরা বলে দাবি তাঁদের। এই যানজটের কবলে পড়ে বহু মানুষের সমস্যা হচ্ছে।
আরও পড়ুনঃ ১৭ মাসের দিতিপ্রিয়া আক্রান্ত ব্রেন ক্যান্সারে, চিকিৎসা চলছে
advertisement
বিভিন্ন ডাক্তার-খানা এবং নার্সিংহোমে ভিসিট করতে আসা মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ দের গাড়ি পার্কিং এর সুব্যবস্থা দাবিও জানান তাঁরা । উল্লেখ্য, বর্ধমান শহর কে যানজট মুক্ত করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। টোটোর উপর নিয়ন্ত্রণ আনা হয়েছে।
আরও পড়ুনঃ চুরি যাওয়া গহনা, মোটর সাইকেল সহ উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত দুই
তবে পোস্ট বাগানের মত এই ব্যস্ততম রাস্তায় নেই কোন সিভিক ভলেন্টিয়ার। তবে এখন এটাই দেখার কবে বর্ধমানের এই গুরুত্বপুর্ণ খোসবাগানের হাসপাতাল রোড যানজট মুক্ত হয়।
Malobika Biswas