এর পরিপ্রেক্ষিতে স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই জায়গাটি পৌরসভা শেষবার পরিষ্কার করেছিল আনুমানিক এক-দেড় মাস আগে। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল, প্রায় তিন থেকে চার মাস ধরে পরিষ্কার হয়নি জায়গাটি। এই জায়গাটি পরিষ্কার না করার ফলে এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই জায়গাটি পরিষ্কার করার জন্য পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার বাসিন্দারা ও ব্যবসায়ীরা।
advertisement
আরও পড়ুন- ডিভোর্স ফাইল করায় স্ত্রীর সঙ্গে এ কী করল স্বামী! জানলে চোখ কপালে উঠবে!
এই নিয়ে বর্ধমান পৌরসভার আয়োজিত বর্ধমানের পৌরকথায় অভিযোগ জানান ওই সাত নং ওয়ার্ডের এক বাসিন্দা। সরাসরি পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা হয় তাঁর। চেয়ারম্যান ওই বাসিন্দাকে কথা দেন দ্রুত আবর্জনার সমস্যা সমাধান করা হবে।
আরও পড়ুন- বস্তা বস্তা গম, ড্রামের পর ড্রাম কেরোসিন তেল! ভাতারে কী নিয়ে শোরগোল?
এই বিষয় পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, "শুধু ৭ নং ওয়ার্ড নয়, পৌরসভার প্রতিটি ওয়ার্ডের যেখানে যেখানে আবর্জনা দীর্ঘদিন ধরে পরে রয়েছে, সেই সব পরিষ্কার করার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই আধুনিক পদ্ধতিতে নোংড়া আবর্জনা পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হয়েছে।"
Malobika Biswas