East Bardhaman News: ডিভোর্স ফাইল করায় স্ত্রীর সঙ্গে এ কী করল স্বামী! জানলে চোখ কপালে উঠবে!

Last Updated:

স্বামী স্কুলের গন্ডিও পেরোয়নি জানতে পেরে ডিভোর্স দিতে চায় স্ত্রী। তারপর স্বামী যা করল.. 

মন্তেশ্বর থানা
মন্তেশ্বর থানা
#পূর্ব বর্ধমান: স্বামী স্কুলের গন্ডিও পেরোয়নি। অথচ বিয়ের আগে নিজেকে উচ্চশিক্ষিত বলে দাবি করেছিলেন। তবে বিয়ের পর কলেজ পড়ুয়া স্ত্রী জানতে পারেন, স্বামী শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যে তথ্য দিয়েছিলেন। এরপরই ডিভোর্সের নোটিশ পাঠালেন কলেজ পড়ুয়া স্ত্রী। আর এই ঘটনার পরই স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল স্বামী।
ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের। অপমানিত বধূ তাঁর স্বামী কামাল শেখের দৃষ্টান্তমূলক সাজার দাবি করে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কামাল শেখের বাড়ি মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকায়। তিনি ম্যারেজ রেজিস্ট্রি করেছিলেন এলাকারই বছর ২০-এর তরুণীকে। তরুণী পুলিশকে জানিয়েছেন, তিনি এখন মন্তেশ্বর কলেজে পড়েন। কামাল শেখ নিজেকে উচ্চশিক্ষিত বলে তাঁকে জানিয়েছিলেন। আর সে কথা তিনি বিশ্বাসও করেছিলেন। চলতি বছরের মার্চ মাসে ম্যারেজ রেজিস্ট্রি করেন তাঁরা। যদিও রেজিস্ট্রি বিয়ের পর তিনি বাপের বাড়িতেই থাকতেন। কিছুদিন যাওয়ার পর তিনি জানতে পারেন, কামাল স্কুলের গন্ডিও পেরোননি। নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা কথা বলে তাঁকে বিয়ে করেছে কামাল। তাই তিনি তাঁর স্বামীকে ডিভোর্সের নোটিশ পাঠান। আর তার পরেই বেঁকে বসল কামাল।
advertisement
তরুণীর দাবি, ডিভোর্সের নোটিশ পাওয়ার পর তাঁদের বাড়িতে হাজির হয়ে কামাল অকথ্য ভাষায় গালিগালাজ করে। হুমকি দিয়ে বলে যায়, তাঁর যে সব আপত্তিকর ছবি সে তুলে রেখেছিল, সেগুলি ফেসবুকে ছেড়ে দেবে। হুমকি মতোই কামাল সেই সমস্ত ছবি ফেসবুকে পোস্ট করে দেয়।
advertisement
মন্তেশ্বর থানা সূত্রে খবর, এই ঘটনায় অভিযোগ জমা পড়েছে। আর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: ডিভোর্স ফাইল করায় স্ত্রীর সঙ্গে এ কী করল স্বামী! জানলে চোখ কপালে উঠবে!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement