এদিন খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন গ্রাম থেকে কুড়িজন মহিলা উপস্থিত হন জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অর্থাৎ লাইগেশন অপারেশন করানোর জন্য। এ বিষয়ে খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে লাইগেশন অপারেশন পরিষেবা পুনরাই শুরু হল , এর ফলে খণ্ডঘোষ ব্লক তো বটেই অন্যান্য এলাকা থেকেও বহু মানুষ এই পরিষেবা পাবেন । সকলের সুবিধে হবে বলেই জানান তিনি ।
advertisement
আরও পড়ুনঃ ফ্লাইওভারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের
লাইগেশন অপারেশন করাতে আসা মহিলার পরিবারের সদস্য গ্রামের বাসিন্দা নেতাই চন্দ্র দাস বলেন খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা চালু হয়ে অনেকটাই উপকৃত হয়েছেন । এখন থেকে আর লাইগেশন করানোর জন্য অন্য কোথাও যেতে হবে না । টাকা খরচ করতে করতে হবে না। অন্য জায়গায় লাইগেসান করলে খরচ করতে হয়, ১০ থেকে ১২ হাজার টাকা । কিন্তু এখন থেকে টাকাও বাঁচবে আর ভালো পরিষেবাও মিলবে।
Malobikaa Biswas