Purba Bardhaman News: ফ্লাইওভারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

Last Updated:

ওভার ব্রিজের দাবিতে দু নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। বর্ধমান থানার অন্তর্গত নলা ফেরিঘাটের গ্রামবাসীরা ওভার ব্রিজের দাবিতে দু নং জাতীয় সড়ক অবরোধ করেন এদিন। ফলে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে কিছুক্ষনের জন্য।

+
title=

#পূর্ব বর্ধমান : ওভার ব্রিজের দাবিতে দু নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। বর্ধমান থানার অন্তর্গত নলা ফেরিঘাটের গ্রামবাসীরা ওভার ব্রিজের দাবিতে দু নং জাতীয় সড়ক অবরোধ করেন এদিন। ফলে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে কিছুক্ষনের জন্য। গ্রামবাসীদের দাবি, নলা ফেরিঘাটে পাঁচটি গ্রাম রয়েছে। রাস্তা পারাপারের জন্য গ্রামের মূল প্রবেশে কাটিং ছিল। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই কাটিং বন্ধ করে দিয়েছে । ফলে গ্রামবাসীদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে । পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়ারা এবং গ্রামবাসীরা যাতায়াত করতে পারছে না।
কয়েক মাস আগে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল তবে তাঁরা উদাসীন। তাঁরা এও জানিয়েছেন , আগামীদিনে যাতায়াতে সুবিধা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন হবে। স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে তাদের সমস্যা নিয়ে কেউই সেরকম মাথাব্যথা দেখাচ্ছে না। কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। তবে এ নিয়ে কোনরকম পদক্ষেপ গ্রহণ করেনি, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ।
advertisement
আরও পড়ুনঃ ভারত সাংস্কৃতিক উৎসব বর্ধমানে, চলবে ১৮ তারিখ পর্যন্ত
ফলে নিত্য দিনের এই সমস্যা বেড়েই চলেছে । সমস্যার সমাধান না হলে বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হতে হবে তাদের । এদিন পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ । পুলিশ আধিকারিকরা গ্রামবাসীদের আশ্বস্ত করেন। পুলিশের আশ্বাস শুনে আপাতত গ্রামবাসীরা শান্ত হলেও , তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন গ্রামবাসীরা বলে হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা ।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ফ্লাইওভারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement