ঐতিহাসিক বর্ধমান শহরকে সুন্দর করে সাজিয়ে তুলতেই একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঐতিহ্যবাহী কার্জন গেটের ৩০০ফুটের মধ্যে দৃশ্য দূষণকারী সমস্ত বিজ্ঞাপনের বোর্ড, হোর্ডিং, ফ্লেক্স খুলে ফেলা হয়েছে। কার্জন গেটে রঙিন আলো দিয়ে সাজানো হয়েছে।
আরও পড়ুনঃ জেলায় ক্রমেই বাড়ছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা
আর এবার এই কার্জন গেটের প্রতিষ্ঠাতা মহারাজা তাঁর স্ত্রীর পূর্ণাবয়ব দুটি মূর্তি বসানোর ব্যবস্থাও করা হচ্ছে। ইতিমধ্যেই দুটি মূর্তি তৈরির কাজ শুরু হয়েছে। মূর্তি দুটি বিজয় তোরণের দুদিকের রেলিংয়ের মধ্যে বসানো হবে। জানা গিয়েছে, রাজা, রাণীর ছবির আদলে মাটির মূর্তি তৈরির কাজ চলছে।
advertisement
আরও পড়ুনঃ মেলেনি আলুর ক্ষতিপূরণ! রাস্তায় নামলেন চাষিরা
এই ছাঁচের উপর পরে স্টোন ডাস্ট, রেজিন আঠা, ফাইবার ইত্যাদির মিশ্রণ দিয়ে পূর্ণাবয়ব মূর্তির রূপ দেওয়া হবে। মহারাজা বিজয়চাঁদ এর মূর্তির উচ্চতা হচ্ছে সারে ছ’ফুট। অন্যদিকে মহারানী রাধারাণী দেবীর মূর্তির উচ্চতা হবে প্রায় ছয় ফুট তিন ইঞ্চি। মূর্তি তৈরির সম্পূর্ন হলে বিধায়কের সম্মতিতে ফিনিশিং টাচ দেওয়া হবে।
Malobika Biswas