আরও পড়ুন: বৃষ্টির অভাবে ব্যাপক ক্ষতির মুখে পাট চাষিরা
কালনার এই ঝুলন্ত পার্কের বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় এক ব্যক্তি বলেন, এটা বর্তমানে একেবারে অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থায় আছে। যেখানে সেখানে ঠোঙা, প্লাস্টিক, পাতা পড়ে আছে। এটা ভাল করে সাজিয়ে তুললে অনেক মানুষ এখানে আসবে।
প্রায় ২০ লক্ষ টাকা খরচ করে এই পার্ক তৈরি হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানোর পাশাপাশি একটা ফোয়ারা হওয়ার কথা ছিল। এমনকি কিছু রেস্টুরেন্ট গড়ে তোলার কথাও ছিল ওই পার্কের মধ্যে । কিন্তু সাজিয়ে তোলা তো দূরের কথা বর্তমানে বেহাল অবস্থায় পড়ে আছে পার্কটি।
advertisement
এই বিষয়ে কালনার পুরপ্রধান আনন্দ দত্ত বলেন, ওটা আমাদের নজরে আছে। আমরা চাইছি ওটাকে আরও ডেভলপ করতে। সরকার থেকে টাকা-পয়সা এলে আমরা নিশ্চয় আধুনিকরণ করার চেষ্টা করব। পাশাপাশি তিনি জানান, ঝুলন্ত পার্কের হাল ফেরার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে।
বনোয়ারীলাল চৌধুরী