TRENDING:

East Bardhaman News: কালনায় এলে এই ঝুলন্ত পার্কের কথা ভুলবেন না

Last Updated:

কালনায় দিনে দিনে পর্যটকের সংখ্যা বাড়ছে, কিন্তু সেখানকার ঝুলন্ত পার্কের বেহাল অবস্থা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বহু স্মৃতি, অনেক ইতিহাসের সাক্ষী পূর্ব বর্ধমান জেলা। এই জেলাজুড়ে ছড়িয়ে আছে নানান ইতিহাস, নানান গল্প। জেলার বিভিন্ন প্রান্তে আছে বহু পুরনো মন্দির। বর্তমানে সেই সকল পুরনো নিদর্শন দেখতে অনেক ঘুরতে আসেন। এরকম‌ই কিছু মন্দির আছে কালনায়। তাই অনেকে কালনাকে মন্দিরের শহরও বলে। ভাগীরথী নদীর পাড়ে গড়ে ওঠা এই শহরে দিনে দিনে দর্শনার্থীর ভিড় বাড়ছে। এই দর্শনার্থীদের কথা মাথায় রেখে এবং শহরের মানুষের কথা ভেবে কালনা পুরসভা ২০১৪-১৫ সালে মহিষ মদ্দিনি তলা সংলগ্ন ভাগীরথীর ঘাটে গড়ে তুলেছিল একটি পার্ক। একদম নদীর ধারে একটু উঁচুতে অবস্থান করার জন্য অনেকে এই পার্ককে ‘ঝুলন্ত পার্ক’-ও বলে থাকেন। তবে বর্তমানে এই পার্কের ছবিটা আমূল বদলে গিয়েছে। পার্কের মধ্যে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে ময়লা, পানের পিক, তামাক দ্রব্য। ফলে অনেকেই এই পার্কে আসা বন্ধ করে দিয়েছেন।
advertisement

আরও পড়ুন: বৃষ্টির অভাবে ব্যাপক ক্ষতির মুখে পাট চাষিরা

কালনার এই ঝুলন্ত পার্কের বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় এক ব্যক্তি বলেন, এটা বর্তমানে একেবারে অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থায় আছে। যেখানে সেখানে ঠোঙা, প্লাস্টিক, পাতা পড়ে আছে। এটা ভাল করে সাজিয়ে তুললে অনেক মানুষ এখানে আসবে।

প্রায় ২০ লক্ষ টাকা খরচ করে এই পার্ক তৈরি হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানোর পাশাপাশি একটা ফোয়ারা হওয়ার কথা ছিল। এমনকি কিছু রেস্টুরেন্ট গড়ে তোলার কথাও ছিল ওই পার্কের মধ্যে । কিন্তু সাজিয়ে তোলা তো দূরের কথা বর্তমানে বেহাল অবস্থায় পড়ে আছে পার্কটি।

advertisement

View More

এই বিষয়ে কালনার পুরপ্রধান আনন্দ দত্ত বলেন, ওটা আমাদের নজরে আছে। আমরা চাইছি ওটাকে আরও ডেভলপ করতে। সরকার থেকে টাকা-পয়সা এলে আমরা নিশ্চয় আধুনিকরণ করার চেষ্টা করব। পাশাপাশি তিনি জানান, ঝুলন্ত পার্কের হাল ফেরার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: কালনায় এলে এই ঝুলন্ত পার্কের কথা ভুলবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল