আদালত সূত্রে জানা গিয়েছে, একটি নির্দিষ্ট জমিতে কালীপুজো করা নিয়ে মামলাটি হয় দেবীপুরের মধূসূদন বিশ্বাস বনাম গ্রামবাসীদের মধ্যে। মামলাটি হয় মূলত একটি নির্দিষ্ট জমিতে পুরনো পুজো চালানো নিয়ে। এ বিষয়ে গ্রামবাসী অনু আচার্য, মনীষা চক্রবর্তীদের দাবি, তাঁরা যে কালীপুজোটি করা নিয়ে বর্ধমান আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেই পুজো ৭৫ বছর ধরে তাঁদের দেবীপুর গ্রামে হয়ে আসছে।
advertisement
আরও পড়ুনঃ নীল সাদা ড্রেস পরতে নারাজ, ঐতিহ্যের পক্ষে পড়ুয়া-অভিভাবকদের বিক্ষোভ
এই পুজোয় বড় মেলা বসে। গ্রামের মানুষের ভাবাবেগের সঙ্গে জড়িয়ে আছে এই পুজো। যা বন্ধ করার চক্রান্ত চালিয়ে ছিলেন গ্রামের মধুসূদন বিশ্বাস নামে এক জমির দালাল। গ্রামবাসীদের একাংশ জানান, তাঁদের কালীর দেবোত্তর জায়গাটি জমির দালাল মধুসূদন বিশ্বাস কোনওভাবে হাতিয়ে নিয়ে বিক্রি করতে চায়। ওই জায়গাটিতে কালীপুজো যাতে না হয় তার জন্য মধুসূদন আদালতে স্থগিতাদেশ চেয়েছিল। কিন্তু গ্রামবাসীরা ওই নির্দিষ্ট জায়গাতেই কালিপুজো করার পক্ষে অনড় থাকেন ।
আদালতেও তারা পুজোর ইতিহায় ও জমিটি সংক্রান্ত তথ্য পেশ করে ওই জমিতেই পুজো করার দাবির কথা তুলে ধরেন। বিচারক গ্রামবাসীদের বক্তব্যকে মান্যতা দিয়ে ওই জায়গায় কালীপুজো করার পক্ষেই রায় দেন। পাশাপাশি গ্রামবাসীরা যাতে ওই জায়গায় নির্বিঘ্নে পুজো করতে পারেন, আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, তা নিশ্চিৎ করার জন্য মেমারি থানা ও ভূমি দফতরকে নির্দেশ দিয়েছেন।
Malobika Biswas