আর অন্যদিকে ২৭ জানুয়ারী থেকে মিলবে বোরো চাষের জল জল। প্রশাসনের এই ঘোষনায় খুশি রাজ্যের শস্যগোলা চাষীরা । বৈঠক শেষে জানা গিয়েছে, এবছর মোট ২৩৫ হাজার একর ফিট জল পাওয়া যাবে। সেখান থেকেই পাঁচ জেলায় ভাগ হবে জল । পূর্ব বর্ধমান জেলা পাবে ৪৭ হাজার ৫৫০ একর জায়গায় জল পাবে পূর্ব বর্ধমান। মোট ৭৮ হাজার একর জমিতে জল এবছর মিলবে ।
advertisement
আরও পড়ুনঃ অ্যাঞ্জেল কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল রায়নায়
জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, এরপরে ১ ডিসেম্বর ফের বৈঠক হবে জেলা সভাধিপতিদের নিয়ে। আলোচনা হবে কোন কোন ক্যানেল সিস্টেম থেকে জল যাবে তা নিয়ে। এছাড়াও আপাতত দিন করা হয়েছে , ২৬ ডিসেম্বর থেকে রবি শস্যের জল ছাড়া হবে । আশা করা হচ্ছে পূর্ব বর্ধমান ২৮ তারিখ থেকে জল পাবে ।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
November 29, 2022 8:09 PM IST