TRENDING:

Purba Bardhaman News: ৪৭ হাজার ৫৫০ একর জায়গায় সেচের জল পাবে শস্যগোলা

Last Updated:

ধান চাষে পর্যাপ্ত পরিমাণে সেচের জল মিলবে কিনা তা নিয়ে প্রশাসনিক বৈঠক হলো পূর্ব বর্ধমানে। বর্ধমান সার্কিট হাউসে অনুষ্ঠিত হল এই প্রশাসনিক বৈঠক । উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা সেচ দফতরের ডিভিশনাল কমিশনার বিজয় ভারতী সহ সহ পাঁচ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : ধান চাষে পর্যাপ্ত পরিমাণে সেচের জল মিলবে কিনা তা নিয়ে প্রশাসনিক বৈঠক হলো পূর্ব বর্ধমানে। বর্ধমান সার্কিট হাউসে অনুষ্ঠিত হল এই প্রশাসনিক বৈঠক । উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা সেচ দফতরের ডিভিশনাল কমিশনার বিজয় ভারতী সহ সহ পাঁচ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা । রবি ও বোরো চাষে পর্যাপ্ত সেচের জল মিলবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা । আর সেই সেই জল্পনার অবসান ঘটিয়ে হল সেচের জল দেওয়া নিয়ে বৈঠক। বৈঠকে স্থির হয়েছে ২৬ ডিসেম্বর থেকে রবি চাষে জল মিলবে।
advertisement

আর অন্যদিকে ২৭ জানুয়ারী থেকে মিলবে বোরো চাষের জল জল। প্রশাসনের এই ঘোষনায় খুশি রাজ্যের শস্যগোলা চাষীরা । বৈঠক শেষে জানা গিয়েছে, এবছর মোট ২৩৫ হাজার একর ফিট জল পাওয়া যাবে। সেখান থেকেই পাঁচ জেলায় ভাগ হবে জল । পূর্ব বর্ধমান জেলা পাবে ৪৭ হাজার ৫৫০ একর জায়গায় জল পাবে পূর্ব বর্ধমান। মোট ৭৮ হাজার একর জমিতে জল এবছর মিলবে ।

advertisement

আরও পড়ুনঃ অ্যাঞ্জেল কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল রায়নায়

জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, এরপরে ১ ডিসেম্বর ফের বৈঠক হবে জেলা সভাধিপতিদের নিয়ে। আলোচনা হবে কোন কোন ক্যানেল সিস্টেম থেকে জল যাবে তা নিয়ে। এছাড়াও আপাতত দিন করা হয়েছে , ২৬ ডিসেম্বর থেকে রবি শস্যের জল ছাড়া হবে । আশা করা হচ্ছে পূর্ব বর্ধমান ২৮ তারিখ থেকে জল পাবে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ৪৭ হাজার ৫৫০ একর জায়গায় সেচের জল পাবে শস্যগোলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল