উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে কেতুগ্রাম দুই নং ব্লক ও কাটোয়া এক নং ব্লক। কাটোয়া পৌরসভার মাঠে আয়োজিত খেলায় কেতুগ্রাম দুই নং ব্লক ৩-২ গোলে কাটোয়া এক নং ব্লককে পরাজিত করে। কেতুগ্রাম দুই ব্লকের হয়ে ২ টি গোল করেছেন অপরুপ মণ্ডল, ১ টি গোল করেছেন অনিরুদ্ধ মাঝি। কাটোয়া ১ ব্লকের হয়ে ২ টি গোল করেছেন আকাশ বিশ্বাস।
advertisement
আরও পড়ুনঃ একদিন বনধের পর ফের শহরে চলছে টোটো, স্বস্তি বর্ধমান শহরে
নক আউট পর্বের বাকি খেলাগুলি হবে :
-২০ সেপ্টেম্বর কাটোয়া- দুই বনাম কেতুগ্রাম এক নং ব্লক
-২১ সেপ্টেম্বর মঙ্গলকোট বনাম কেতুগ্রাম দুই নং ব্লক
-২২ সেপ্টেম্বর কাটোয়া এক বনাম কেতুগ্রাম এক নং ব্লক
-২৩ সেপ্টেম্বর মঙ্গলকোট বনাম কাটোয়া দুই নং ব্লক
-২৪ সেপ্টেম্বর কেতুগ্রাম এক বনাম কেতুগ্রাম দুই নং ব্লক
-২৬ সেপ্টেম্বর মঙ্গলকোট বনাম কাটোয়া এক নং ব্লক
-২৭ সেপ্টেম্বর কাটোয়া এক বনাম কেতুগ্রাম এক নং ব্লক
-২৮ সেপ্টেম্বর মঙ্গলকোট বনাম কেতুগ্রাম এক নং ব্লকএবং -২৯
সেপ্টেম্বর কাটোয়া এক নং ব্লক বনাম কাটোয়া দুই নং ব্লক এর মধ্যে ।
-ফাইনাল খেলা হবে চলতি মাসের ৩০ তারিখে ৷
আরও পড়ুনঃ চেনা ছন্দে ফিরছে দুর্গা পুজো, দু'বছর পর ফের ডাক পাচ্ছেন ঢাকিরা, খুশির জোয়ার
এ বিষয়ে আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ চ্যাটার্জী বলেন, ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর শুক্রবার। মহকুমার পাঁচটি ব্লক নিয়ে এই ফুটবল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণকারী ব্লকগুলি হল, কাটোয়া এক নং ব্লক, কাটোয়া দুই নং ব্লক, কেতুগ্রাম এক নং ব্লক, কেতুগ্রাম দুই নং ব্লক ও মঙ্গলকোট ব্লক। এই ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে যুব সম্প্রদায় সহ অসংখ্য ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। পুজোর আগে এই খেলা ঘিরে মেতে উঠেছে ফুটবল প্রেমীরা।
Malobika Biswas