আরও পড়ুন: মালদহে সিল্ক পার্ক! এক ছাতার তলায় রেশম চাষ থেকে সিল্কের কাপড় বিক্রি
পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন ফিতে কেটে এই কিয়স্কের উদ্বোধন করেন। এই শুভ কর্মসূচি উপলক্ষে পথ চলতি সাধারণ মানুষদের মিষ্টিমুখ করানো হয় পুলিশের পক্ষ থেকে। এদিনের এই কর্মসূচিতে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায়, ডিএসপি (ট্রাফিক) অতনু ব্যানার্জি সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ অফিসার ও পুলিশ কর্মীরা। এদিনের এই অনুষ্ঠান থেকে পথ চলতি মানুষদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি ৫০ জনের হাতে হেলমেট তুলে দেওয়া হয় জেলা পুলিশের তরফ থেকে।
advertisement
এই অনুষ্ঠানে এসে পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, সকলকে অনুরোধ করব হেলমেট পরে গাড়ি চালাবেন। অ্যাক্সিডেন্ট কেউ ইচ্ছে করে করে না। কিন্তু যদি কোনকারনে অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে হেলমেট পরে থাকলে প্রাণটা বেঁচে যাবে। জায়গায় জায়গায় হেলমেট পরার জন্য আমরা প্রতিদিন প্রচার করছি। পুলিশ সুপার আরও জানান, গাড়ি চালাতে চালাতে কেউ হেডফোন ব্যবহার করবেন না বা ফোনে কথা বলবেন না। এক্ষেত্রে যে গাড়ি চালাচ্ছে তাঁর এবং অন্যেরও দুর্ঘটনার সম্ভাবনা থাকে।