আরও পড়ুন: পাঁচিল ভাঙায় বাধা দেওয়ায় কাকার হাতে খুন ভাইপো! যুবকের ঝুলন্ত দেহ ঘিরে রহস্য
বর্ধমান মেডিকেল কলেজের উপর শুধু পূর্ব বর্ধমানের মানুষ নয়, পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম থেকেও বহু মানুষ চিকিৎসার জন্য আসেন। তাই এই মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন ও আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। সেই উপলক্ষেই একসঙ্গে হাইব্রিড সিসিইউ ব্যবস্থা সহ আরও বেশ কয়েকটি বিভাগের উদ্বোধন হল। ই-প্রেসক্রিপশন ব্যবস্থার ফলে এখানে চিকিৎসা করাতে আসা কোনও রোগী তাঁর প্রেসক্রিপশন হারিয়ে ফেললেও এবার থেকে আর সমস্যা হবে না। কারণ তাঁর প্রেসক্রিপশন সহ চিকিৎসার যাবতীয় রেকর্ড হাসপাতালের কাছে ডিজিটালি স্টোর করা থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএস ভিপি তাপস ঘোষ সহ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত অনান্য আধিকারিকরা।
advertisement
এই অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে আরও উন্নত প্রযুক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই একসঙ্গে এতগুলো আধুনিক পরিষেবার সূচনা করা হল। এতে পূর্ব বর্ধমান সহ আশেপাশের অন্যান্য জেলারও বহু মানুষ উপকৃত হবেন বলে তিনি দাবি করেন। মন্ত্রী জানান, আগামী দিনে উন্নত চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ ছেড়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে যাওয়ার দরকার পড়বে না। এখানেই সবকিছু হয়ে যাবে।