TRENDING:

East Bardhaman News: ১০ টাকায় ইফতার! বর্ধমানে চমক

Last Updated:

তাঁতখণ্ডের ১০০ জন দরিদ্র মানুষকে মাত্র ১০ টাকার বিনিময়ে ইফতারের ব্যবস্থা করা হয়। করোনার সময়‌ পাল্লারোড পল্লিমঙ্গল সমিতি কমিউনিটি কিচেন করে ১০ টাকায় সকলের মুখে পেট ভরা খাবার তুলে দিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বাজারে সবজি থেকে ফল, আটা, ময়দা, চিনি সহ মুদিখানা সামগ্রী সব কিছুরই দাম হু হু করে বাড়ছে। করে রমজান মাস পড়তেই মূল্যবৃদ্ধি এক ধাক্কায় যেন অনেকটা বেড়ে গিয়েছে। ফলে পবিত্র রমজান মাসে সারাদিনের রোজা শেষে ইফতার করতে গিয়ে সমস্যায় পড়ছেন গরিব মুসলমানরা। তাদের কথা ভেবেই মাত্র ১০ টাকায় ইফতারের ব্যবস্থা করা হল।
advertisement

আরও পড়ুন: সবজি বিক্রেতার অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার

ইফতারে খেজুর, ফলমূল, শরবত সহ একটু ভারী খাবার আবশ্যিক। কারণ সারা দিনের শেষে ওটাই সাধারণ বাঙালি মুসলমানরা একটু তৃপ্তি সহকারে খান। সেই ইফতারের আয়োজন মাত্র ১০ টাকায় শুনে চমকে যেতে পারেন। কিন্তু পূর্ব বর্ধমানের পাল্লারোডের পল্লিমঙ্গল সমিতির উদ্যোগে সেটাই সত্যি হলো। বর্ধমান-২ ব্লকের তাঁতখণ্ডের ১০০ জন দরিদ্র মানুষকে মাত্র ১০ টাকার বিনিময়ে ইফতারের ব্যবস্থা করে দিল এই সংগঠনটি। এর আগে করোনার সময়‌ও পাল্লারোড পল্লিমঙ্গল সমিতি কমিউনিটি কিচেন করে ১০ টাকায় সকলের মুখে পেট ভরা খাবার তুলে দিয়েছে। এছাড়াও ১ টাকায় ১ পোয়া দুধের মত উদ্যোগও চালাতে দেখা গিয়েছে এই সংগঠনটিকে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

মাত্র ১০ টাকায় ইফতারের আয়োজন প্রসঙ্গে পাল্লা রোড পল্লিমঙ্গল সমিতির পক্ষ থেকে জানানো হয়, দরিদ্র রোজাদাররা যাতে ইফতার করতে গিয়ে সমস্যায় না পড়েন সেই কথা ভেবেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সারাদিনের উপবাস শেষে একটু তৃপ্তির খাওয়া-দাওয়া দরিদ্র মানুষগুলোর অধিকার বলে তাঁরা মনে করেন। এমনটাই জানিয়েছেন ওই সংগঠনের কর্তাব্যক্তিরা।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: ১০ টাকায় ইফতার! বর্ধমানে চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল