Hooghly News: সবজি বিক্রেতার অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
- Published by:kaustav bhowmick
Last Updated:
ওই সবজি বিক্রেতার খোঁজ শুরু হয়। শেষ পর্যন্ত বাড়ি সংলগ্ন এলাকা থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
হুগলি: সবজি বিক্রি করতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। শেষে পরিবারের সদস্যরা খোঁজ করতে করতে সবজি বিক্রেতার ঝুলন্ত দেহ উদ্ধার করল। পরিজনদের দাবি, আত্মঘাতী হয়েছেন সবজি ব্যবসায়ী কালীপদ দুয়ার (৫৩)।
সবজি বিক্রেতার এই মর্মান্তিক পরিণতির ঘটনাটি হুগলির পুরশুড়ার শ্রীরামপুর এলাকায়। মৃত কালীপদবাবু খেজুরতলা এলাকায় সবজি বিক্রি করতেন। প্রতিদিনের মত এদিন ভোরেও তিনি সবজি বিক্রি করতে বাড়ি থেকে বের হন। কিন্তু দুপুর হয়ে গেলেও বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। তাঁরা ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর ওই সবজি বিক্রেতার খোঁজ শুরু হয়। শেষ পর্যন্ত বাড়ি সংলগ্ন এলাকা থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
advertisement
advertisement
পরিবারের সদস্যরা দেখেন কালিপদ দুয়ার গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। এই দৃশ্য দেখে ওই সবজি বিক্রেতার পরিবারের সকলে কান্নায় ভেঙে পড়েন। পরিবারের দাবি, তিনি আত্মঘাতী হয়েছেন। কিন্তু কী কারণে আত্মঘাতী হলেন তা জানা নেই। এমনকি পরিবারের কোনরকম অশান্তি বা ঝামেলা ছিল না বলেও দাবি পরিজনদের।
advertisement
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুড়শুড়া থানার পুলিশ। ওই সবজি বিক্রেতার দেহ প্রথমে স্থানীয় ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ওই ব্যবসায়ী আত্মঘাতী হয়েছেন নাকি তাঁর মৃত্যুর পিছনে অন্য কেউ আছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2023 6:24 PM IST