পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দু'দিন ধরে জ্বরে ভুগছিলেন ওই গৃহবধূ। হঠাৎ করেই এ দিন রাতে ঘুমোতে ঘুমোতে মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর জখম হন। এই অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় মন্তেশ্বর ব্লক হাসপাতালে। সেখানে ই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।
আরও পড়ুনঃ শরীর চুঁইয়ে ঝরছে উষ্ণতা, বিদেশের মরুভূমিতে কে এই টলি নায়িকা? তোলপাড় নেটদুনিয়া
advertisement
এ দিন হাসপাতালের বাইরেই কান্নায় ভেঙে পড়েন গৃহবধূর পরিবারের সদস্যরা। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার। মৃত গৃহবধূর নাম লাবণী সর্দার (৩৫)। মৃতদেহ উদ্ধার করে মন্তেশ্বর থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় হাসপাতাল মর্গে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জ্বরে আক্রান্ত হয়েছিলেন লাবণী। স্থানীয় চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা চলছিল। বিছানা থেকে উঠতে গিয়ে তিনি পড়ে যান মাটিতে। গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয় মন্তেশ্বর হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গৃহবধূর মৃত্যু স্বাভাবিক নাকি অস্বাভাবিক? মৃত্যুতে কোনও রহস্য রয়েছে কিনা, সেটাই খতিয়ে দেখছে পুলিশ, যা নিয়ে ধন্ধে পরিবার।
Malobika Biswas