আরও পড়ুন: পোষ্যদের স্বাস্থ্য পরীক্ষা এসএসবি-এর
এই সমস্ত ফল ও সবজির গাছ থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো তাদের পুষ্টির একটা বড় অংশের যোগান পাবে বলে উদ্যানপালন বিভাগের কর্তাদের দাবি। রাজ্য সরকারের উদ্যানপালন সপ্তাহে যে বিপুল পরিমাণ ফলের গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে সেই কর্মসূচির আওতায় আম, মুসম্বি,য়পেঁপে, পেয়ারা, আতা, বেদানা, কলা ইত্যাদি গাছ লাগানো হবে বলে জানা গিয়েছে। মোট চার লক্ষ আটত্রিশ হাজার ফল গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হবে সরকারের তরফে। যে সকল কৃষক আবেদন করেছেন তাঁরা তাদের জমির পরিমাণ অনুযায়ী এই গাছের চারা পাবেন।
advertisement
এই উদ্যোগ প্রসঙ্গে জেলা উদ্যান পালন আধিকারিক জানিয়েছেন, আমরা চার লক্ষ আটত্রিশ হাজার ফল গাছের চারা বিনামূল্যে বিতরণ করব। কৃষক ভাইয়েরা যারা আবেদন করেছেন তাঁরা জমির পরিমাণ অনুযায়ী এই চারা পাবেন। কেউ যদি এক বিঘা জমির জন্য আম গাছের আবেদন করে থাকেন তবে তাঁরা সেই মতো চারা পাবেন। নির্দিষ্ট ফল অনুযায়ী আবেদন করতে হবে। এক বিঘ তে যে পরিমাণে আম গাছের চারা দিতে হয় আমরা সেই হিসেব করেই দেব।সেটা তাঁরা বিনামূল্যে পাবেন। আমরা তাঁদের অনুরোধ করছি তাঁরা যেন এখন থেকেই জমি তৈরি করে রাখেন।
গাছের চারার জন্য আবেদন করার এই প্রক্রিয়া বর্তমানে চলছে। প্রতিটা ব্লক অনুযায়ী আগ্রহী কৃষকরা আবেদন করতে পারবেন। এছাড়া পূর্ব বর্ধমান জেলা হর্টিকালচার ডিপার্টমেন্টেও আবেদন করা যাবে গাছের চারার জন্য। এই আবেদন করার জন্য কৃষকদের ভোটার কার্ড, আধার কার্ড, এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং জমির কাগজের ফটোকপি জমা করতে হবে।
গত বছরের মতো এবছরও সরকারের এহেন উদ্যোগের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সামগ্রিকভাবে রাজ্যবাসী উপকৃত হবেন বলেও আশাবাদী জেলা উদ্যান পালন আধিকারিক রাহুল চক্রবর্তী।