TRENDING:

Health Benefits Of Pomegranate: বেদানায় রোগ মুক্তি! এর উপকারিতা জানলে চমকে যাবেন! এখুনি শুরু করুন

Last Updated:

Health Benefits Of Pomegranate: বিশেষজ্ঞরা মনে করেন বেদানা শরীরের রক্ত তৈরিতে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে। বেদানা খেলে নাকি প্রখর হয় স্মৃতিশক্তিও! রয়েছে আরও অনেক উপকারিতা! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: রাজ্যজুড়ে ইতিমধ্যেই কিছুটা শুরু হয়ে গিয়েছে গ্রীষ্মের প্রভাব। সামনেই গ্রীষ্মকাল। নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ হওয়া সত্ত্বেও গ্রীষ্মকাল আসা মানেই পরিবেশের সাথে শরীরকে মানিয়ে নিতে পালন করতে হয় কিছু জরুরি পদক্ষেপ। অন্যতম হলো খাদ্যাভাসে পরিবর্তন। আপনি যদি স্বাস্থ্য সচেতন হন তাহলে, গ্রীষ্মকালে পর্যাপ্ত জল পান অথবা হালকা খাবারের সাথে খাদ্য তালিকায় যোগ করতে পারেন বিভিন্ন ফলমূল। কারণ বিভিন্ন ফল আমাদের শরীরকে সতেজ ও সুস্থ রাখতে বিশেষ কার্যকরী ভূমিকা নেয়।
এতেই হতে পারে কয়েক সমস্যার সমাধান 
এতেই হতে পারে কয়েক সমস্যার সমাধান 
advertisement

কমবেশি সব ফলই আমাদের শরীরকে সতেজ ও ডিহাইড্রেশন মুক্ত রাখে। ব্রেকফাস্ট এর আধঘণ্টা আগে কিংবা পরে খাদ্য তালিকায় রাখতে পারেন একটি করে বেদানা কারণ বিশেষজ্ঞরা মনে করেন বেদানা শরীরের রক্ত তৈরিতে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে। তো বেদানা খেলে নাকি প্রখর হয় স্মৃতিশক্তিও সেইসঙ্গে পূরণ হয় শরীরের রক্তের অভাব। ত্বকের স্বাস্থ্য ভাল রাখতেও সহায়তা করে চিকিৎসকদের মতে বেদানার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন k , C ও ভিটামিন B সহ ফাইবার রয়েছে। পাশাপাশি পটাশিয়াম জিংক ওমেগা 6, ফ্যাটি অ্যাসিড এর মত প্রচুর মিনারেলও উপস্থিত রয়েছে বেদানাতে। যা শরীরকে এনার্জিটিক রাখতে সাহায্য করে। এই ফলটি ডিহাইট্রেশন রোধ করতেও সক্ষম কারণ বেদানা শরীরের মধ্যে জলের মাত্রা বাড়ায়।

advertisement

আরও পড়ুন: খান কচি নিমপাতা! দূরে যাবে নানা রোগ! কিন্তু বেশি খেলেও ক্ষতি! জানুন নিয়ম

আরও পড়ুন:

View More

কেবলমাত্র গ্রীষ্মকালের ডিহাইড্রেশন রোধেই নয় চিকিৎসকদের মতে, প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এই ফলটিতে । তাই অ্যানিমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের রোগ নিরাময়ে বেদানা বিশেষ ভূমিকা নেয়। বর্তমানের হৃদরোগের ঝুঁকি কমাতেও বিশেষজ্ঞরা বেদানা খাওয়ার পরামর্শ দিচ্ছেন। স্বাস্থ্য উন্নতির পাশাপাশি যারা রূপচর্চা করতে পছন্দ করেন তাদের জন্যও এই ফল কিন্তু বহু গুণের আধার কারণ এই ফল খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে ত্বকের কালো ছোপ কিম্বা বলি রেখা উধাও হয়। ত্বকের কোষ গঠনে বিশেষ কার্যকরী এই ফল।আসন্ন এই গ্রীষ্মে শরীরকে সতেজ রাখতে ও সুস্থ থাকতে অন্যান্য ফলের সাথে চটজলদি খাদ্য তালিকায় যোগ করুন বেদানাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Bonoarilal Chowdhury

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Health Benefits Of Pomegranate: বেদানায় রোগ মুক্তি! এর উপকারিতা জানলে চমকে যাবেন! এখুনি শুরু করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল