আরও পড়ুন: দেবী দুর্গা যেন আদিবাসী পরিবারের মেয়ে! পুজোয় চমক দিতে চলেছেন নদিয়ার ক্লাব
তামাঘাটার তাঁতিদের সমবায় সমিতির এই বেহাল দশা প্রসঙ্গে সেখানকার এক সদস্য বলেন, পাওয়ারলুম এসে তাঁতিদের পথে বসিয়েছে। সমস্ত তাঁতি কর্মহীন হয়ে গেছে। সমিতির সব কাজ বন্ধ। তিনি জানান পূর্বস্থলীর তাঁতের শাড়ির বাজার এখন পুরোপুরি দখল করে নিয়েছে সুরাটের মিলের কাপড়।
advertisement
প্রসঙ্গত কিছুদিন আগে আমরা আপনাদের দেখিয়েছিলাম সুরাটের শাড়ির কারণেই এই গ্রামের দু’জন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী তাঁত বোনা ছেড়ে দিয়েছেন। আর এখন আপনাদের দেখালাম এই আধুনিক মিলের শাড়ির কারণেই কর্মহীন হয়ে পড়েছে গ্রামের অধিকাংশ মানুষ। বলাই যায় মিলের শাড়িই শেষ করে দিল এই তামাঘাটা গ্রামের তাঁতিদের। পাশাপাশি শেষ হয়ে যাচ্ছে এ রাজ্যের ঐতিহ্য তাঁতের শাড়ি।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 12, 2023 6:28 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: সুরাটের শাড়ির দাপটে গোটা গ্রামের রোজগার শেষ! কর্মহীন সব তাঁতি





