জানা গিয়েছে, এই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এসেছেন নিজেদের তৈরি সামগ্রী নিয়ে বসিছেন। নানা প্রান্ত থেকে ৬০ জন শিল্পী হাজির রয়েছেন মেলায়। হস্তশিল্পের বেশ কয়েকটি স্টল আছে। মেলার স্টলগুলি ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এই হাট চলবে ৫দিন। হাটে যেমন রয়েছে শাড়ির স্টল তেমনই রয়েছে নানা ধরনের জামা কাপড়ের স্টল। এছাড়াও ঘর সাজানোর সামগ্রী, সহ অন্যান্য অনেক জিনিস হাটে বিক্রি হচ্ছে। হাটে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।
advertisement
আরও পড়ুনঃ থানা থেকে ঢিল ছড়া দূরত্বে উদ্ধার বোমা! দেখুন কিভাবে নিষ্ক্রিয় করা হল
গোটা বর্ধমান জেলাতেই শীতকাল শুরু হতেই নানা জায়গায় শুরু হয়েছে মেলার আয়োজন। শুধু বর্ধমান শহরের মধ্যেই নয়, বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে মেলা হাট বসে এই শীতের সময়। সেই মতো কাটোয়াতেও শুরু হয়েছে এই সোনাঝুরি হাট। হস্তশিল্পীরা মূলত অপেক্ষা করে থাকেন কবে এই ধরনের হাট বা মেলা বসবে। কারণ হাট বা মেলাতেই সামগ্রী বিক্রির পরিমাণ দ্বিগুণ হয়। ফলে অনেক বেশি লাভের মুখ দেখেন শিল্পীরা।
Malobika Biswas