TRENDING:

Purba Bardhaman News: পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে হস্তশিল্পীরা এসেছেন সোনাঝুরি হাটে

Last Updated:

ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন ও পূর্ব বর্ধমান হস্তশিল্প গোষ্ঠীর যৌথ উদ্যোগে শুরু হল সোনাঝুড়ি হাট। কাটোয়া দু নং ব্লকের গাজীপুর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কুলগাছি চকের কালিতলা অগ্রদ্বীপ প্রাঙ্গনে সোনাঝুড়ি হাটের উদ্বোধন হয় চলতি সপ্তাহেই। আর সেইমত চলছে হাটে কেনা বেচা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন ও পূর্ব বর্ধমান হস্তশিল্প গোষ্ঠীর যৌথ উদ্যোগে শুরু হল সোনাঝুড়ি হাট। কাটোয়া দু নং ব্লকের গাজীপুর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কুলগাছি চকের কালিতলা অগ্রদ্বীপ প্রাঙ্গনে সোনাঝুড়ি হাটের উদ্বোধন হয় চলতি সপ্তাহেই। আর সেইমত চলছে হাটে কেনা বেচা। বিগত কয়েক বছর ধরে এই সোনাঝুড়ি হাট এর আয়োজন করা হয় এই সময়। উদ্বোধনের দিন হাটে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়া দু নং ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা, কাটোয়া দু নং ব্লকের জয়েন্ট বিডিও চন্দ্রশেখর মন্ডল, কাটোয়া দু নং ব্লকের আইডিও পিনাকী দত্ত,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার,গাজীপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সমাপ্তি ঘড়ুই সহ অন্যান্যরা।
advertisement

জানা গিয়েছে, এই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এসেছেন নিজেদের তৈরি সামগ্রী নিয়ে বসিছেন। নানা প্রান্ত থেকে ৬০ জন শিল্পী হাজির রয়েছেন মেলায়। হস্তশিল্পের বেশ কয়েকটি স্টল আছে। মেলার স্টলগুলি ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এই হাট চলবে ৫দিন। হাটে যেমন রয়েছে শাড়ির স্টল তেমনই রয়েছে নানা ধরনের জামা কাপড়ের স্টল। এছাড়াও ঘর সাজানোর সামগ্রী, সহ অন্যান্য অনেক জিনিস হাটে বিক্রি হচ্ছে। হাটে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।

advertisement

আরও পড়ুনঃ থানা থেকে ঢিল ছড়া দূরত্বে উদ্ধার বোমা! দেখুন কিভাবে নিষ্ক্রিয় করা হল

গোটা বর্ধমান জেলাতেই শীতকাল শুরু হতেই নানা জায়গায় শুরু হয়েছে মেলার আয়োজন। শুধু বর্ধমান শহরের মধ্যেই নয়, বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে মেলা হাট বসে এই শীতের সময়। সেই মতো কাটোয়াতেও শুরু হয়েছে এই সোনাঝুরি হাট। হস্তশিল্পীরা মূলত অপেক্ষা করে থাকেন কবে এই ধরনের হাট বা মেলা বসবে। কারণ হাট বা মেলাতেই সামগ্রী বিক্রির পরিমাণ দ্বিগুণ হয়। ফলে অনেক বেশি লাভের মুখ দেখেন শিল্পীরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে হস্তশিল্পীরা এসেছেন সোনাঝুরি হাটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল