Purba Bardhaman News: থানা থেকে ঢিল ছড়া দূরত্বে উদ্ধার বোমা! দেখুন কিভাবে নিষ্ক্রিয় করা হল

Last Updated:

পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে বোমা উদ্ধার। প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হল আউশগ্রামে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় গ্রেফতার এক। ধৃতের নাম সৌমিত্র বাগ।

+
title=

#পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে বোমা উদ্ধার। প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হল আউশগ্রামে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় গ্রেফতার এক। ধৃতের নাম সৌমিত্র বাগ। জানা গিয়েছে সে আউশগ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা।। গোপন সূত্রে খবর পেয়ে আউশগ্রামের দক্ষিণপাড়ার কাছে সেচখালে পুলিশ অভিযান চালায়। সেখানে একটি প্লাসটিকের জারে প্রচুর বোমা দেখতে পেয়ে তা উদ্ধার করে বম্ব স্কোয়াড টিম। উদ্ধার করা হয় ১৪ টি বোমা। খোঁজখবর করতে করতে সৌমিত্র বাগের নাম জানতে পারে পুলিশ।
এরপরই তাকে আটক করে পুলিশ। জেরায় সে স্বীকার করে নিয়েছে সে এত বোমা মজুত করেছিল। তাকে পুলিশ গ্রেফতার করেছে। এই চক্রে আর কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ। আউসগ্রাম থানা থেকে মিনিট তিনেকের দূরত্বেই উদ্ধার হল এই বোমা। যা যথেষ্টই উদ্বেগজনক। স্থানীয় বাসিন্দা রাজু হাজরা বলেন, হঠাৎ শুনছি বম্ব উদ্ধার হয়েছে। শুনেই তো বুকটা ধড়াস করে উঠল। তারপর ঘটনাস্থলে এসে দেখি পুলিশ এসেছে।
advertisement
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে হস্তশিল্পীরা এসেছেন সোনাঝুরি হাটে
উদ্ধার করা বোমা ফাটানো হয়েছে। যথেষ্টই আতঙ্কের মধ্যে আছি। ছোট ছোট বাচ্চারা ওইদিকে যায়, ভাগ্যিস কোন বিপদ ঘটেনি। যদি বড়সড় কোনও দুর্ঘটনা ঘটত তাহলে কে এর দায় নিত। স্থানীয় আরেক বাসিন্দা প্রতীমা বাগচী বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। সারাদিন কাজ করে রাত্রে বেলায় একটু শান্তিতে ঘুমাই। হঠাৎ সকালে উঠে শুনছি বোমা উদ্ধার হয়েছে। সেই বোমা ফাটাতে এসেছে পুলিশ আধিকারিকরা। এসব দেখে ভয়ে গা সিটিয়ে রয়েছে।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: থানা থেকে ঢিল ছড়া দূরত্বে উদ্ধার বোমা! দেখুন কিভাবে নিষ্ক্রিয় করা হল
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement