স্কুলে ৫০ বছর উপলক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মোল্লা বলেন, সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আগামী তিনদিন ব্যাপী নানান অনুষ্ঠান চলবে স্কুলে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তাপস কুমার ঘোষ বলেন, আগামী ২ এপ্রিল অবধি আমাদের স্কুলে বিভিন্ন অনুষ্ঠান হবে। লক্ষ্য এই সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান যেন চিরস্মরণীয় হয়ে থাকে।
আরও পড়ুন: বিড়ি শ্রমিকদের দুঃখ ঘোচাতে উদ্যোগী তৃণমূলের শ্রমিক সংগঠন
advertisement
এই অনুষ্ঠানের সূচনা করেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণান্দজী মহারাজ। হাজির ছিলেন স্থানীয় বিধায়ক অলোক কুমার মাঝি। এই উপলক্ষে স্কুলে একটি মাল্টি জিমেরও উদ্বোধন করা হয়। যার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের সম্পাদক সন্দীপন সরকার। সুবর্ণজয়ন্তী পদযাত্রা শেষে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এরপর স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়।





