হোম /খবর /পুরুলিয়া /
বিড়ি শ্রমিকদের দুঃখ ঘোচাতে এবার আসরে তৃণমূলের শ্রমিক সংগঠন

Purulia News: বিড়ি শ্রমিকদের দুঃখ ঘোচাতে উদ্যোগী তৃণমূলের শ্রমিক সংগঠন

X
title=

কেন্দ্রীয় সরকারের উদাসীনতার কারণে ঝালদা-২ ব্লকের টালিসেন্টারে অবস্থিত বিড়ি হাসপাতাল‌ বন্ধ হয়ে পড়ে আছে। বারবার আবেদন করা সত্ত্বেও এই হাসপাতাল খোলার বিষয়ে কেন্দ্র কোনরকম উদ্যোগ নিচ্ছে না

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পুরুলিয়া: বিড়ি শ্রমিকদের সংগঠিত করার উদ্যোগ নিয়েছে শাসক দল। তাদের বেশ কিছু দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ১০ এপ্রিল ঝালদায় সভার আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে হবে মিছিল‌ও। তারই আগাম প্রস্তুতি নিতে আইএনটিটিইউসি ঝালদার ৬ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে একটি প্রস্তুতি সভা করল।

বিড়ি শ্রমিকদের নিয়ে এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার। পাশাপাশি তৃণমূলের ব্লক নেতৃত্ব‌ও হাজির ছিলেন। এই বিষয়ে আইএনটিটিইউসির জেলা সভাপতি উজ্জ্বল কুমার বলেন, বিড়ি শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়াকে তুলে ধরে আগামী ১০ এপ্রিল ঝালদায় মিছিল ও প্রস্ততি সভার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই প্রস্তুতি হিসেবে এই সভার আয়োজন করা হয়। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের উদাসীনতার কারণে ঝালদা-২ ব্লকের টালিসেন্টারে অবস্থিত বিড়ি হাসপাতাল‌ বন্ধ হয়ে পড়ে আছে। বারবার আবেদন করা সত্ত্বেও এই হাসপাতাল খোলার বিষয়ে কেন্দ্র কোনরকম উদ্যোগ নিচ্ছে না বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন: রোজা শুরু হতেই বিক্রি বেড়েছে ফলের, মুখে হাসি ব্যবসায়ীদের

পুরুলিয়ার অন্যতম কুটির শিল্প বিড়ি তৈরি। অনেক মানুষই এই শিল্পের সঙ্গে জড়িত। কিন্তু বাজারে জিনিসপত্রের দাম বাড়লেও তাঁদের বেতন বাড়েনি বলে অভিযোগ। পাশাপাশি বিড়ি শ্রমিকদের কেন্দ্রের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছে আইএনটিটিইউসি।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Published by:kaustav bhowmick
First published:

Tags: INTTUC, Jhalda, Purulia news, TMC