Alipurduar News: রোজা শুরু হতেই বিক্রি বেড়েছে ফলের, মুখে হাসি ব্যবসায়ীদের
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ইফতারের মেনু হিসেবে নানান রকম ফল থাকে। ব্যবসায়ীদের অনুমান সেই কারণেই তাঁদের ফলের চাহিদা এক ধাক্কায় অনেকটা বেড়েছে। তবে পাল্লা দিয়ে দামও বেড়েছে ফলের।
আলিপুরদুয়ার: রমজান মাস শুরু হতেই ফলের বিক্রি বেড়েছে। আর তাতে হাসি ফুটেছে ফল বিক্রেতাদের মুখে। সবে রমজান মাস পড়েছে, ফল বিক্রেতাদের আশা গোটা মাস জুড়েই তাঁদের ভালো ব্যবসা হবে।
ফলের বিক্রি এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় আলিপুরদুয়ারের ফল ব্যবসায়ীরা ডালিম, আঙুর, খেজুর বেশি করে দোকানে রাখতে শুরু করেছেন। ব্যবসা ভালো চলায় স্বাভাবিকভাবেই খুশি ব্যবসায়ীরা। আসলে পবিত্র রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ সারাদিন না খেয়ে রোজা পালন করেন। সন্ধেয় নির্দিষ্ট সময় রোজা ভেঙে ইফতার করেন। এই ইফতারের মেনু হিসেবে নানান রকম ফল থাকে। ব্যবসায়ীদের অনুমান সেই কারণেই তাঁদের ফলের চাহিদা এক ধাক্কায় অনেকটা বেড়েছে। তবে পাল্লা দিয়ে দামও বেড়েছে ফলের।
advertisement
advertisement
আলিপুরদুয়ার শহরে ফলের বাজার দর- এক ডজন কলা ৭০ টাকা। দিন সাতেক আগেও কেজি প্রতি আপেলের দাম ছিল ১০০-১৫০ টাকা, যা এখন বেড়ে হয়েছে ২০০-২৫০ টাকা। কদিন আগেও কেজি প্রতি শশার দাম ছিল ৪০-৫০ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি দরে।
advertisement
তবে ফলের দাম অনেকটাই বাড়লেও ধর্মীয় অনুশাসন মেনে রোজা ভাঙার জন্য ইসলাম সম্প্রদায়ের মানুষ ফল কিনছেন। তাই সকাল এবং বিকেলে জেলার বাজারগুলিতে ফলের দোকানে যথেষ্ট ভিড় চোখে পড়ছে। এই প্রসঙ্গে ফালাকাটা বাজারের ফল ব্যাবসায়ী গৌরাঙ্গ সাহা বলেন, রমজানের এক মাস ভালোই ব্যবসা হয়। এই সময় ফলের দাম কিছুটা বেড়ে যায়। এই বছর আঙুর, আপেল, কলা, ডালিম, খেজুরের চাহিদা বেশি।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2023 5:39 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: রোজা শুরু হতেই বিক্রি বেড়েছে ফলের, মুখে হাসি ব্যবসায়ীদের