TRENDING:

East Bardhaman News: সরকারি নির্দেশ উড়িয়ে হাসপাতালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের রমরমা, 'পরামর্শ' মেনে দামি ওষুধ লেখার অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে

Last Updated:

চিকিৎসকদের মধ্যে দু-একজন এমআর-দের সেই প্রলোভনের ফাঁদে পা ফস্কাচ্ছেন‌ও‌। ফলে নির্দিষ্ট ওষুধ প্রস্তুতকারক সংস্থার দামি ওষুধ প্রেসক্রিপশনে লিখছেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: সরকারি নির্দেশ অমান্য করেই হাসপাতালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবাধ আনাগোনা। তাঁরা এসে নিজস্ব সংস্থার ওষুধ লেখার জন্য চিকিৎসকদের সঙ্গে দেখা করছেন, জোরাজুরিও করছেন বলে খবর। রোগীদের একাংশের অভিযোগ, চিকিৎসকদের মধ্যে দু-একজন এমআর-দের সেই প্রলোভনের ফাঁদে পা ফস্কাচ্ছেন‌ও‌। ফলে নির্দিষ্ট ওষুধ প্রস্তুতকারক সংস্থার দামি ওষুধ প্রেসক্রিপশনে লিখছেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা।
advertisement

পূর্ব বর্ধমানের গলসির পুরসা হাসপাতালে এম‌আর-দের অবাধ আনাগোনাকে কেন্দ্র করে এমনই অভিযোগ উঠল। এই প্রসঙ্গে রোগীদের অভিযোগ, প্রলোভনের ফাঁদে পড়ে দু-একজন চিকিৎসক যেসব সংস্থার ওষুধের নাম লিখছেন তা খেয়ে কাজ হচ্ছে না। এক রোগীর অভিভাবক শেখ গুলজার বলেন, হাসপাতালে এখনও বেশকিছু ভাল চিকিৎসক আছেন। তবে এক-দু'জন চিকিৎসক লোভে পড়ে বাইরের ওষুধ লিখছেন। ইচ্ছামত বাইরে টেস্ট করতে বলছেন। তাঁর দাবি, এর ফলে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করতে আসা গরিব রোগীরা সমস্যায় পড়ছেন।

advertisement

আরও পড়ুন: সরকারি রাস্তা দখল করে বহুতল নির্মাণ! বিক্ষোভ বিজেপি বিধায়কের

এদিকে হাসপাতালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের এই অবাধ আনাগোনার কথা জানতে পেরে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ স্বর্ণাভ হাজরা। তিনি বলেন, এখানে যারা চিকিৎসা করাতে আসেন তাঁদের বাইরে থেকে ওষুধ কেনার সামর্থ্য নেই বলেই এখানে আসেন। সেই তাঁদেরকে যদি বাইরের ওষুধ লেখা হয় তাহলে আমারও ব্যক্তিগতভাবে বিবেকে লাগবে। বর্তমানে ওষুধের সাপ্লাই নিয়ে কিছু সমস্যা আছে। তবে নিত্য প্রয়োজনীয় ওষুধ যথেষ্ট পরিমাণে মজুত আছে। গোটা ঘটনা খতিয়ে দেখে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে থমকে দাঁড়াচ্ছেন পর্যটকরা! আচমকা আবার হলটা কী? কাতারে কাতারে মানুষ ছুটছে
আরও দেখুন

শুক্রবার দুপুরে এক এম‌আর-কে হাসপাতালের আউটডোরের ভিতর ওষুধ হাতে দেখা যায়। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই হাসপাতালের গেটের বাইরে চলে আসেন। বলেন, কিছু কিছু চিকিৎসক দেখা করতে চান তাই আসি। কিন্তু এখানে এসে দেখলাম প্রবেশ নিষেধ, তাই আর ঢুকিনি।

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: সরকারি নির্দেশ উড়িয়ে হাসপাতালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের রমরমা, 'পরামর্শ' মেনে দামি ওষুধ লেখার অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল