কালনা দমকল বিভাগের ঘণ্টা দেড়েকের চেষ্টায় এবং স্থানীয় মানুষজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আর এরপরই মঙ্গলবার সকাল হতেই কালনা পৌরসভার তরফে চালানো হল জঞ্জাল সাফাইয়ের কাজ। এদিন মঙ্গলবার কালনা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু ক্ষতিপূরণ দিলেন ক্ষতিগ্রস্ত হওয়া পাঁচটি দোকানের মালিককে।
advertisement
আরও পড়ুনঃ বাবাকে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে গ্রেফতার ছেলে!
ব্যবসায়ীদের পাঁচ হাজার টাকা করে তুলে দিলেন তিনি। নিজের পাঁচ মাসের অনারিয়াম থেকে ক্ষতিপূরণ দিলেন তিনি। পাশাপাশি পৌরসভার তরফে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ও সাহায্যের আশ্বাস দেন দিলেন অনিল বসু। এদিন সকালে সাফাই অভিযানের সময় উপস্থিত ছিলেন স্থানীয় কালনা পৌরসভার কাউন্সিলার সুনীল চৌধুরী, কল্পনা বসু, সন্দীপ বসু, অনিল বসু সহ সহ অন্যান্যরা। এই নিয়ে এই মার্কেটে দুইবার অগ্নি কাণ্ডের ঘটনা ঘটল। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা।
আরও পড়ুনঃ ৭৫ বছর ধরে আজও হাতে লেখা সাহিত্য পত্রিকা প্রকাশ হয়ে আসছে আনগুনা গ্রামে
স্থানীয় এক ব্যবসায়ী তাপস সাহা বলেন, অনেক বড় ক্ষতি হয়ে গেল। দোকানের সব পুড়ে গেছে। মধ্য রাতে এই আগুন লাগে। পাঁচটি দোকানের ক্ষতি হয়েছে তার মধ্যে তাঁর দোকানও আছে। কালনা দমকলের ওসি অরিন্দম দেবনাথ, এখন কিছুই বলা যাবে না কি থেকে আগুন লেগেছে। তবে প্রথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। কারণ ক্ষতিগ্রস্থ দোকান গুলির মধ্যে দুটি দোকানে ফ্রিজ চলছিল। জনপ্রতিনিধি সন্দীপ বসু বলেন, ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। সকলকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে।
Malobika Biswas