২০১৮ সালে ৬ই অক্টোবর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ছেলে আমির সোহেল মন্ডলের। সেই দুর্ঘটনাস্থলেই, মেমারী পুলিশের সহযোগিতায় ছেলের ছবি দিয়ে পোস্টার লাগালেন আবুল বাবু। ছেলের সেই মৃত্যুর পরও মোটর বাইক নিয়ে ছেলে মেয়েদের বেপরোয়া দাপাদাপি, প্রতিনিয়ত দুর্ঘটনায় মৃত্যুর খবর খবরের কাগজে দেখে, বারে বারে আঁতকে ওঠেন তিনি। আবার হয়তো তাঁর মতো কারোকে পুত্রশোক বুকে নিয়ে কাটাতে হবে সারাটা জীবন- এই আশঙ্কা তাড়িয়ে বেড়ায় মেমারীর তাতারপুরের বাসিন্দা পেশায় ব্যবসায়ী আবুল সালাম মন্ডলকে।
advertisement
আবুল সালাম মন্ডল বলেন, "বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আমার ছেলের। আমি চাই বেপরোয়া বাইক চালানো ছেলেমেয়েরা এই পোস্টার দেখুক। আমির সোহেলের পরিণতির কথা ভেবে তারা একটু সচেতন হোক।"
এনিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ছেলেমেয়েরা সব সময় বেপরোয়াভাবে লরি ও অন্যান্য যানবাহন নিয়ে ছুটছে। দুর্ঘটনা ঘটছে প্রায়ই। এই পোস্টার দেখে গাড়ি, মোটর সাইকেল চালকরা সচেতন ভাবে গাড়ি চালালে উপকৃত হবেন সকলে।
পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশীস সেন জানান, মেমারী থানা এলাকার মতো অনান্য থানা এড়িয়াতেও, এই উদ্যোগ নেওয়া হবে।অন্যদিকে ডিএসপি ট্রাফিক অতনু ব্যানার্জি বলেন, প্রতিনিয়ত বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান চলছে। কিন্তু মেমারীর আবুল সালাম মন্ডলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।