পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ৮২৪ কেজি গাঁজা মণিপুর(Bardhaman News) হয়ে এই ট্র্যাকটি পূর্বস্থলী আসছিল। এখান থেকেই বিভিন্ন জায়গায় পাচার হতো গাঁজা। এই ঘটনায় শিবতলা এলাকার বাসিন্দা মরণ বালা ও তাঁর ছেলে শুভ বালাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা জানান, জেরায় গাঁজা পাচারের কথা স্বীকার করে নিয়েছে মরণ ও ছেলে শুভ। তারপরই তাদের গ্রেপ্তার করা হয় তাদের।
advertisement
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আন্তঃরাজ্য মাদক চক্রের(Bardhaman News) বড় চক্রের সঙ্গে জড়িত এরা। এসটিএফের অভিযানে এর আগেও মরণ বালা গ্রেপ্তার হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে ফের এই কারবার চালাচ্ছিল। ট্রাকের সামনের অংশের সঙ্গে অ্যালুমিনিয়ামের পাত দিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা আড়াল করা ছিল। গোপন সূত্রের খবর মতোই তদন্ত চালিয়ে উদ্ধার হয় ওই ৮২৪ কেজি গাঁজা। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এসটিএফ-এর আধিকারিকরা।
মণিপুর ধৃতদের বিরুদ্ধে মাদক(Bardhaman News) আইন-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। এই চক্রের পিছনে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
Malobika Biswas