১৩ মার্চ এই শিবির শুরু হয়েছে, যা চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। বর্ধমানের এই শিবিরে প্রথম দিন উপস্থিত ছিলেন জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার (বর্ধমান রেঞ্জ) জয়ন্ত পাল, ডেপুটি এগ্রিকালচার অফিসার (ট্রেনিং) শেখ খাইরুল আলম, ডেপুটি ইঞ্জিনিয়ার রঞ্জন পাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার (বর্ধমান রেঞ্জ) জয়ন্ত পাল বলেন, চাষ করার সময় অনেক ক্ষেত্রেই কৃষকরা পাওয়ার টিলার সংক্রান্ত বিভিন্ন যান্ত্রিক সমস্যার সম্মুখীন হন। এই প্রশিক্ষণ শিবিরে সেইরকমই বেশ কিছু সমস্যা ও তার সমাধানের উপায় তুলে ধরা হবে। যাতে পাওয়ার টিলারের ছোট খাটো সমস্যার সমাধান চাষি নিজেই করতে পারেন।
advertisement
আরও পড়ুন: ৮৪ হাজার মানুষের হাতে বুদ্ধ মূর্তি তুলে দেবেন অভিনেতা!
কৃষি দফতরের আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে পাওয়ার টিলার মালিক বা চালক ও কৃষকরা অংশগ্রহণ করেছেন। কারণ কৃষি কাজের সময় তাঁরাই মূলত এই যন্ত্রটি নিয়ন্ত্রণ করেন। ডেপুটি ইঞ্জিনিয়ার রঞ্জন পাত্র বলেন, পাওয়ার টিলারে সমস্যা হলে কোনও মেকানিক বা টেকনিশিয়ান ছাড়াই সেটা কীভাবে তৎক্ষণাৎ ঠিক করবেন, সেটাই এই শিবিরে শেখানো হবে। সাধারন কিছু সমস্যা যেমন নতুন গাড়ি স্টার্ট না নেওয়া। এক্ষেত্রে অনেক সময় তেল চাবি অন না করলে এই সমস্যা হয় । আরও কিছু কিছু সমস্যা যেমন পিকাপ না ওঠা, কালো ধোঁয়া বেরোনো, সাদা ধোঁয়া বেরোনো প্রভৃতি সমস্যা দেখা দেয়। এছাড়াও সিজন শেষে কীভাবে পাওয়ার টিলার অন্য কাজে লাগিয়ে পয়সা উপার্জন করা যাবে সেটাও হাতে-কলমে করে দেখানো হবে।