South 24 Parganas News: ৮৪ হাজার মানুষের হাতে বুদ্ধ মূর্তি তুলে দেবেন অভিনেতা!
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
অভিনেতা গগন মালিক এই অনুষ্ঠানে তাঁর আগামীদিনের পরিকল্পনা তুলে ধরেন। জানান, বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত মানুষদের হাতে তিনি আগামীতেও বুদ্ধমূর্তি তুলে দেবেন।
দক্ষিণ ২৪ পরগনা: বৌদ্ধ ধর্ম বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্মমত। বিশ্বের মোট জনসংখ্যার ৭ শতাংশেরও বেশি মানুষ এই ধর্মের অনুসারী। যা মূলত গৌতম বুদ্ধের মৌলিক শিক্ষা এবং ব্যাখ্যা করা দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ ধর্মমতের জন্ম হলেও তা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যাপকভাবে অনুসৃত হয়। আগের থেকে বিস্তার অনেক কমে গেলেও বাংলাতেও যথেষ্ট ছড়িয়ে আছে বৌদ্ধ ধর্ম।
দক্ষিণ ২৪ পরগনার নিমপীঠের বৌদ্ধ মন্দিরে একটি অনুষ্ঠানে এই ধর্মমতের প্রবক্তা তথাগত অর্থাৎ গৌতম বুদ্ধের মূর্তি তুলে দেওয়া হয় অনুসারীদের হাতে। নিমপীঠ বৌদ্ধ বিহারে মোট ১১১ টি বুদ্ধ মুর্তি দান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা গগন মালিক, প্রদীপ কুমার বড়ুয়া, সত্যানন্দ বুদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা সত্যানন্দ মহাথের, রতন মহাথের, অরুণ জ্যোতি মহাথের সহ আরও অনেকে। অভিনেতা গগন মালিক এই অনুষ্ঠানে তাঁর আগামীদিনের পরিকল্পনা তুলে ধরেন। জানান, বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত মানুষদের হাতে তিনি আগামীতেও বুদ্ধমূর্তি তুলে দেবেন। এমন ৮৪ হাজার মানুষের হাতে গৌতম বুদ্ধের মূর্তি তুলে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন অভিনেতা।
advertisement
advertisement
গগন মালিক জানান, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ২০ হাজার বুদ্ধ ভক্তের হাতে মূর্তি তুলে দেওয়া হয়েছে। বাকিদের হাতেও খুব শীঘ্রই মূর্তি তুলে দেওয়া হবে বলে তিনি জানান। গৌতম বুদ্ধের বাণী প্রচার করার জন্যই এই মূর্তি তুলে দেওয়া হচ্ছে।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 7:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ৮৪ হাজার মানুষের হাতে বুদ্ধ মূর্তি তুলে দেবেন অভিনেতা!