TRENDING:

East Bardhaman News: স্ত্রীর ফোনে কথা বলা নিয়ে রাগ, রড দিয়ে প্রাণঘাতী আঘাত স্বামীর, আত্মহত্যার চেষ্টা স্বামীর 

Last Updated:

রাগে ও সন্দেহের বশে স্ত্রীর মাথায় রড দিয়ে আঘাত করল স্বামী। পরে আত্মহত্যার চেষ্টা নিজের। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: স্ত্রী সারাদিন ফোনে কারোর সঙ্গে কথা বলে। নাম জানতে চাইলে বলে না । এই রাগে সন্দেহের বশে স্ত্রীর মাথায় লোহার রড দিয়ে একাধিকবার আঘাত করে রক্তাক্ত করল স্বামী । ঘটনার পর স্বামীও বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিদ্যুতের তারে হাত দিয়ে আত্মহত্যার চেষ্টা করে । ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ভাতার থানার ছাতনি গ্রামে । গোটা ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়।
ভাতার থানা
ভাতার থানা
advertisement

আরও পড়ুন West Burdwan News: মধ্যরাতে এক্সপ্রেসের কামরা থেকে ধোঁয়া, শিয়ালদাগামী বালিয়া এক্সপ্রেসে কী হল জানুন

রক্তাক্ত গুরুতর জখম ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে ভাতার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে ভাতারের বড়বেলুন গ্রামের একটি বিদ্যুতের ট্রান্সফরমারের পাশ থেকে অভিযুক্ত যুবক স্বামী কে উদ্ধার করে বর্ধমান পাঠানো হয়।

advertisement

আরও পড়ুন Agnimitra Paul: জামডোবা গ্রাম পরিদর্শনে অগ্নিমিত্রা পাল! প্রশাসনের ব্যর্থতা নিয়ে সরব গেরুয়া শিবিরের বিধায়ক

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

জানা গেছে, ছাতনি গ্রামের বাসিন্দা জয়দেব খাঁ পেশায় রঙের মিস্ত্রি । জয়দেব এবং তাঁর স্ত্রী রিঙ্কুর এক ছেলে এবং এক মেয়ে রয়েছে । এদিন জয়দেবের সঙ্গে তাঁর স্ত্রী রিঙ্কুর ঝগড়া শুরু হয় ।প্রতিবেশীদের দাবি , এদিন জয়দেব ও রিঙ্কুর মধ্যে ঝামেলা হয়। পারিবারিক ঝামেলা বলে প্রতিবেশীরা নাক গলায়নি । হঠাৎ দম্পতির দুই নাবালক সন্তান চিৎকার করে উঠলে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন ঘরের মেঝের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রিঙ্কুদেবী । তাঁর মাথা থেকে রক্তের স্রোত বেরিয়ে আসছে । পাশেই পৃথক সংসারে থাকেন জয়দেবের বাবা বাবলু খাঁ । তিনি প্রতিবেশীদের সহায়তায় পুত্রবধুকে উদ্ধার করে তড়িঘড়ি ভাতার গ্রামীণ হাসপাতালে আনেন । কিন্তু তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তৎক্ষণাৎ বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানের দুজনেই চিকিৎসাধীন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। জয়দেব খাঁ বলেন, ‘আমার স্ত্রী প্রায়ই কারও সঙ্গে ফোনে কথা বলতো । জিজ্ঞাসা করলে উত্তর দিত না । নম্বর মুছে দিত । তাই রাগের বশে আমি এই কাজ করে ফেলেছি । ’

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: স্ত্রীর ফোনে কথা বলা নিয়ে রাগ, রড দিয়ে প্রাণঘাতী আঘাত স্বামীর, আত্মহত্যার চেষ্টা স্বামীর 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল