TRENDING:

East Burdwan News: মাত্র পাঁচ টাকার বিনিময়ে করিয়ে নিন এই পরীক্ষা! না হলে বন্ধ হতে পারে আপনার ব্যবসা 

Last Updated:

East Burdwan News: চাষের উন্নতি সেই সঙ্গে ব্যবসা টিকিয়ে রাখতে হলে অবশ্যই এই টেস্ট করিয়ে নিন। তাও মাত্র পাঁচ টাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বীজ হল শস্য উৎপাদনের প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। বীজ ছাড়া কোনো উদ্ভিদ এবং কোনো ফসল উৎপাদন সম্ভব নয়। একটি ছোট অথবা ক্ষুদ্র বীজ অঙ্কুরিত হলে, বিশাল আকারের গাছ সহ বিভিন্ন আকারের গাছে পরিণত হয়। বীজ যখন জল ও মাটি বা অন্য কোনো মাঝারি ও প্রয়োজনীয় পুষ্টি পায়, তখন তা বেড়ে ওঠে, পরিপক্ক হয় এবং বীজ থেকে অনেকগুলো ফুল, ফল ও বীজ পাওয়া যায়। সুতরাং, বীজকে উদ্ভিদ জীবনের এক অদ্ভুত ঘটনা হিসাবে বিবেচনা করা যেতে পারে। তবে যেসব কৃষক খাদ্যশস্যসহ বিভিন্ন ফসল উৎপাদন করেন, তাদের ভালো উৎপাদন নিশ্চিত করতে ভালো মানের বীজ পেতে হবে। কিন্তু ভালো মানের বীজে চাষ করতে গেলে আপনি যেখান থেকে বীজে কিনছেন কেনার পর সেই বীজ পরীক্ষা করে নেওয়া দরকার। কিন্তু কোথায়, কীভাবে করবেন এই পরীক্ষা? দেখুন কী বলছেন পূর্ব বর্ধমান, সিড টেস্টিং অফিসার ড: চন্দ্রশেখর চ্যাটার্জী -
advertisement

চাষীরা যেখান থেকে বীজ কিনছেন অবশ্যই আমরা রেকমেন্ড করি যে অথরাইজ ডিলার এর কাছ থেকে বীজ কিনতে । ডিলার বা কোনও কোম্পানির কাছ থেকে আপনি যে বীজ কিনছেন যদি দেখা যায় পরবর্তীকালে বীজ ফেল করছে অর্থাৎ মাঠে যদি ঠিকমতো ফলন না হয়, তাহলে আপনার ব্লকের যিনি কৃষি আধিকারিক আছেন তার কাছে কমপ্লেন করতে পারেন । তিনি বীজ ইন্সপেক্টর হিসেবে সেই বীজের স্যামপেল কালেক্ট করে আমাদের কাছে পাঠাবেন । স্যাম্পেল টা আমরা পরীক্ষা করে বলবো যে বীজটা উনি বিক্রি করেছেন সেটা ভালো নাকি খারাপ । যদি দেখা যায় যিনি বীজ বিক্রি করেছেন তিনি গুণমান সম্পন্ন বীজ বিক্রি করেননি সেক্ষেত্রে বীজ আইন ১৯৬৬ অনুযায়ী যিনি বীজ বিক্রি করেছেন তার দোকান বন্ধ করে দেওয়া হবে এবং সম্পূর্ণ আইনি ভাবে অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: বাতিল করতে হতে পারে সপ্তাহান্তে পুরুলিয়ার প্ল্যান, রইল জেলায় আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস

যেকোনো কৃষক তার প্রমাণ অর্থাৎ তিনি যে কৃষক তার প্রমাণ যেমন জমির পর্চা বা অন্যান্য ডকুমেন্টস এবং যে বীজ দিয়ে তিনি চাষ করবেন, সেই বীজ চাষ করার আগে পরীক্ষা করিয়ে নিতে পারবেন , যাতে পরবর্তীতে তাদের চাষ ভালো হয়। এর জন্য সরকার থেকে নূন্যতম একটা মূল্য নির্ধারণ করা হয়েছে যেটা মাত্র পাঁচ টাকা । যে কোনও চাষি শুধুমাত্র একটা সাদা কাগজে তার সম্পূর্ণ তথ্য লিখে, জমির কাগজ ও বীজ জমা দিলেই এই বীজ পরীক্ষা করাতে পারবেন । জমা করার  এক মাসের মধ্যে পেয়ে আপনি যাবেন রিপোর্ট।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Bonoarilal Chowdhury

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: মাত্র পাঁচ টাকার বিনিময়ে করিয়ে নিন এই পরীক্ষা! না হলে বন্ধ হতে পারে আপনার ব্যবসা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল