চাষীরা যেখান থেকে বীজ কিনছেন অবশ্যই আমরা রেকমেন্ড করি যে অথরাইজ ডিলার এর কাছ থেকে বীজ কিনতে । ডিলার বা কোনও কোম্পানির কাছ থেকে আপনি যে বীজ কিনছেন যদি দেখা যায় পরবর্তীকালে বীজ ফেল করছে অর্থাৎ মাঠে যদি ঠিকমতো ফলন না হয়, তাহলে আপনার ব্লকের যিনি কৃষি আধিকারিক আছেন তার কাছে কমপ্লেন করতে পারেন । তিনি বীজ ইন্সপেক্টর হিসেবে সেই বীজের স্যামপেল কালেক্ট করে আমাদের কাছে পাঠাবেন । স্যাম্পেল টা আমরা পরীক্ষা করে বলবো যে বীজটা উনি বিক্রি করেছেন সেটা ভালো নাকি খারাপ । যদি দেখা যায় যিনি বীজ বিক্রি করেছেন তিনি গুণমান সম্পন্ন বীজ বিক্রি করেননি সেক্ষেত্রে বীজ আইন ১৯৬৬ অনুযায়ী যিনি বীজ বিক্রি করেছেন তার দোকান বন্ধ করে দেওয়া হবে এবং সম্পূর্ণ আইনি ভাবে অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: বাতিল করতে হতে পারে সপ্তাহান্তে পুরুলিয়ার প্ল্যান, রইল জেলায় আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস
যেকোনো কৃষক তার প্রমাণ অর্থাৎ তিনি যে কৃষক তার প্রমাণ যেমন জমির পর্চা বা অন্যান্য ডকুমেন্টস এবং যে বীজ দিয়ে তিনি চাষ করবেন, সেই বীজ চাষ করার আগে পরীক্ষা করিয়ে নিতে পারবেন , যাতে পরবর্তীতে তাদের চাষ ভালো হয়। এর জন্য সরকার থেকে নূন্যতম একটা মূল্য নির্ধারণ করা হয়েছে যেটা মাত্র পাঁচ টাকা । যে কোনও চাষি শুধুমাত্র একটা সাদা কাগজে তার সম্পূর্ণ তথ্য লিখে, জমির কাগজ ও বীজ জমা দিলেই এই বীজ পরীক্ষা করাতে পারবেন । জমা করার এক মাসের মধ্যে পেয়ে আপনি যাবেন রিপোর্ট।
Bonoarilal Chowdhury