শহর বর্ধমানে বর্ধমান রাজবাড়ি সংলগ্ন সোনাপট্টিতে রয়েছে লক্ষী নারায়ণ জিউ মন্দির। সেখানেই রয়েছেন সাড়ে তিনশো বছরেরও পুরনো রাজা-রানির রথ। বর্ধমান মহারাজা মহতাবচাঁদের আমলে ছিল পাঁচ তলার রথ। এখন তা অনেক ছোট হয়ে গিয়েছে। এখানে দুটি রথ রয়েছে । একটি রাজার রথ অন্যটি রানির রথ । আগে রানীর রথ ছিল রূপোর। এখন তা কাঠের। অন্য রথটি পেতলের। এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকে না । বদলে রানীর রথে উঠে বসেন লক্ষ্মীনারায়ণ, আর রাজার রথে থাকেন রাধা গোপাল।
advertisement
দীর্ঘ দু বছর পর এবছর ফের জাঁকজমক সহকারে হল রথের উৎসব। প্রথা মেনে মহারাজকুমার প্রণয়চাঁদ মহতাব এই রথের সেবায়েত। করোনা মহামারীর কারণে বন্ধ ছিল রথযাত্রা দুবছর।সকাল থেকেই এই মন্দিরে রথের দড়িতে টান দিতে ব্যাস্ত বর্ধমানবাসী । প্রচুর মানুষ সকাল থেকেই এই মন্দির প্রাঙ্গেনে আসেন । রাজ পরিবারের প্রথা মেনেই শুক্রবার সকাল বর্ধমান রাজ পরিবারের কুল দেবতা লক্ষ্মী নারায়ণ জীউ মন্দিরে এবং রাধাবল্লভ জীউ মন্দিরে রথের দড়িতে টান দিয়েই এবছর বর্ধমানে রথযাত্রা শুরু হল । পুরনো রাজ পরিবারের প্রথা মেনেই বর্ধমানে অনুষ্ঠিত হল রথযাত্রা ।
Malobika Biswas